জুনের মধ্যে বসছে ১০ হাজার ইএফডি মেশিন: 
এনবিআর চেয়ারম্যান

জুনের মধ্যে বসছে ১০ হাজার ইএফডি মেশিন: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের জুনের মধ্যে দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার ইলেকট্রনিক ফিসকেল ডিভাইস (ইএফডি) বসানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে ইএফডির প্রথম লটারি ড্র অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। শুক্রবার এ ড্র অনুষ্ঠিত হয়। এনবিআর চেয়ারম্যান লটারি কার্যক্রম পরিচালনা করেন।


আলজাজিরার বিষয়ে কথা বলে জেলখানায় যাওয়ার ইচ্ছা নেই: জাফরউল্লাহ

পরিত্রাতা যীশু: বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের অন্যতম

সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধনে চলছে মহোৎসব

আইপিএলে শচীনের ছেলের ভিত্তিমূল্য কত?


এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি ফেব্রুয়ারির মধ্যে তিন হাজার, মার্চে চার হাজার এবং জুনের মধ্যে দশহাজার ইএফডি মেশিন বিভিন্ন প্রতিষ্ঠানে বসানো হবে। আমরা এর জন্য ব্যপক প্রচারণা চালানোর প্রস্তুতি নিয়েছি।  

ঢাকা ও চট্টগ্রাম নগরীর বাইরে অন্যান্য শহরেও ইএফডি মেশিন বসানো হবে বলেও জানান তিনি।

news24bd.tv নাজিম