রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক করোনায় মারা গেছেন, শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুলছাত্র নিহত
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত ইসলাম ও সোহাগ রহমান নামের দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার চররুহিতার-নবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত ইসলাম, চররুহিতা এলাকার আবুল বাসারের ছেলে। অন্যজন একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। তারা দুজনই স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
সদর থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, দুপুরে নবীগঞ্জ থেকে মোটরসাইকেলে রসুলগঞ্জের দিকে যাচ্ছিল শান্ত ও সোহাগ। রসুলগঞ্জের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে দুজনই গুরুতর আহত হয়।
ব্যাডমিন্টন কোর্টে ঝড় তুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার
পরিত্রাতা যীশু: বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের অন্যতম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধনে চলছে মহোৎসব
আইপিএলে শচীনের ছেলের ভিত্তিমূল্য কত?
পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে শান্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কিছুক্ষণ পর সোহাগকে ঢাকায় নেয়ার পথে সেও মারা যায়।
পরবর্তী খবর
মন্তব্য