অ্যালান বোর্ডার মেডেল পেলেন স্টিভ স্মিথ

স্টিভ স্মিথ

অ্যালান বোর্ডার মেডেল পেলেন স্টিভ স্মিথ

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার তথা অ্যালান বোর্ডার মেডেল পেলেন স্টিভ স্মিথ। ২০২০-২১ মৌসুমে ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারেও নির্বাচিত হয়েছেন ডান-হাতি এই ব্যাটসম্যান। ১২৬ ভোট পেয়ে সবাইকে পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক। এতে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা নির্বাচিত হলেন তিনি।

বর্ষসেরা হয়ে স্মিথ বলেন, ‘আমি একটু অবাক। মনে হয়নি এবার এতো বেশি টেস্ট খেলেছি এবার। তবে ওয়ানডেতে বেশি ছন্দে ছিলাম তাই হয়তো এতো ভোট এসেছে। অবশ্যই এটা একটা বড় সম্মান, তৃতীয়বারের মতো জিততে পারলাম।

আরও পড়ুন:


আসামির সঙ্গে ঘুষ বাণিজ্যে ব্যস্ত এসআই, ঘটনাস্থলে হাজির কমিশনার

নেহার ফোন থেকে যে তথ্য পাওয়া গেল!

সাইবার ক্রাইমের ফাঁদে শ্রীলেখা!

নারীসঙ্গের গোপন ভিডিও ফাঁসকারীদের খুঁজছে কারা অধিদপ্তর

বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা: প্রধানমন্ত্রী


এদিকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন প্যাট কামিন্স। টি-টোয়েন্টিতে সেরা হয়েছেন নির্বাচিত হয়েছেন অ্যাস্টন অ্যাগার।

গেল বছরের দক্ষিণ আফ্রিকা এবং ভারত সফর ছাড়াও নিউজিল্যান্ড সিরিজ, ঘরের মাঠে ইংল্যান্ড ও ভারত সিরিজের পারফরম্যান্সের ওপরেই ক্রিকেটাররা পুরস্কার দেয়া হলো।

বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড হিসেবে খ্যাত বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন বেথ মুনি। টি-টোয়েন্টির সেরাও হয়েছেন তিনি। এছাড়া ওয়ানডেতে নারীদের মধ্যে সেরা হয়েছেন রাচেল হায়েন্স।

news24bd.tv / কামরুল