করোনাকালে অস্বাভাবিক বেপরোয়া মানুষ; প্রতারণার নতুন নতুন কৌশল উদ্ভাবন

নিজস্ব প্রতিবেদক

খুন ধর্ষণ থেকে প্রতারণা। স্বাভাবিক সময়ে যা ঘটত করোনাকালীন অস্থিতিশীলতায় তা যেন আরো লাগামহীন হয়ে উঠছে। অস্বাভাবিকতায় মানুষ হয়ে উঠেছে বেপোরোয়া। লোভে কেউ কেউ করছেন খুন, ধর্ষণ কিংবা প্রতারণা।

বিপরীতে স্বর্বস্ব হারিয়ে প্রতারিত আর ভাগ্য বিড়ম্বিত হচ্ছে কেউ কেউ।  

মহামারি করোনার বিচ্ছিন্ন বন্দীদশায় যখন দেশ। তখন ধকল সামলাতে মাঠে তৎপর রাষ্ট্রীয় আইনশৃঙ্খলাবাহিনীও। এই সময়ে সমাজ বিচ্ছিন্ন বন্দী মানুষের কারো কারো হিংস্রতা ছাড়িয়েছে সব মাত্রা।

দেশের বিভিন্ন প্রান্তে ঘটেছে একের পর এক খুন ও হত্যার ঘটনা। মাথাচাড়া দিয়ে উঠে কিশোর গ্যাংও।

আরও পড়ুন:


আসামির সঙ্গে ঘুষ বাণিজ্যে ব্যস্ত এসআই, ঘটনাস্থলে হাজির কমিশনার

নেহার ফোন থেকে যে তথ্য পাওয়া গেল!

সাইবার ক্রাইমের ফাঁদে শ্রীলেখা!

নারীসঙ্গের গোপন ভিডিও ফাঁসকারীদের খুঁজছে কারা অধিদপ্তর

বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা: প্রধানমন্ত্রী


করোনাকালে সিলেট থেকে নোয়াখালী, দেশজুড়ে একর পর এক ধর্ষণের ঘটনায় তোলপাড় তৈরি হয় সমাজে। প্রতিবাদী হয় সমাজিক মানুষ।

শুধু ধর্ষণ নয় করোনার বেকারত্বে কেউ আশ্রয় নিয়েছে প্রতারণার। আর প্রতারণার খপ্পরে সর্বস্ব হারাচ্ছেন কেউ কেউ।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র প্রতারণার কৌশল অবাক করেছে দেশবাসীকে।

ডিএমপি’র তথ্য বলছে, শুধু রাজধানীতেই গেল বছর খুনের মামলা হয়েছে ২১৯টি, নারী শিশু নির্যাতনের ২১৯৮টি, অপহরণের ৪৪টি, অস্ত্র বিস্ফোরকসহ সবমিলিয়ে মামলা হয়েছে ১২ হাজার ৮৪৬টি। আইন ও শালিম কেন্দ্র বলছে সারাদেশে শুধু শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ১৭শ ১৮টি।

বিশ্লেষকরা বলছেন অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতার পাশাপাশি নজর দিতে হবে কর্মসংস্থানের দিকেও।

একইসাথে নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীকে নিতে হবে নানা প্রতিরোধমূলক ব্যবস্থা।

news24bd.tv / কামরুল