বসন্তের আগমনী বার্তায় দেশে-দেশে বিশেষ উৎসব

Other

কয়েক মাস বরফ নিমজ্জিত থেকে শীতের শেষে ধীরে ধীরে প্রকৃতিতে ফিরতে শুরু করে তার রঙ-রুপ। আর তাই বসন্তের আগমনী বার্তায় বিশ্বের অনেক দেশেই আয়োজন করা হয় বিশেষ উৎসবের। এর মধ্যে চিরাচরিতভাবে চীনে প্রতিবছরই আয়োজন করা হয় বসন্ত উৎসবের। এ বছরের চীনা বসন্ত উৎসব নিয়ে।

বসন্ত মানেই চারদিকে সবুজ আর রঙিন ফুলের ছড়াছড়ি। আর তাই বসন্তকে আরো মনোরম উদযাপন করতে ফুলের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। লেকের পানিতে নৌকা করে ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা।

করোনা মহামারীর মাঝেও ফুল আর উৎসবের প্রস্তুতি দেখতে বেড়িয়েছেন অনেক দর্শনার্থী।

আমি প্রতিবছরই এই ফুলের বাজারে আসি। এ বছর নতুন আরো অনেক ধরনের ফুল এসেছে।

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের ফুশান শহরে আসন্ন বসন্ত উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হতে যাচ্ছে বিশাল আয়োজনের। উৎসবকে ঘিরে এরইমধ্যে নাচ-গানের রিহার্সেল দিতে শুরু করেছে শিল্পীরা। তৈরি হচ্ছে বিশাল সব মঞ্চ।


লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ট্রাম্পকে গোয়েন্দা তথ্য জানানো হবে না: বাইডেন

ব্যাডমিন্টন কোর্টে ঝড় তুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার


ফুল ও রঙিন কাগজে সাজানো হয়েছে ড্রাগন সহ বিভিন্ন প্রতিকৃতি। রাতের বেলা রঙিন আলোর এই প্রদর্শনীয় দেখতেও ভীড় জমান অনেক দর্শনার্থী।    

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক