রাশিয়া-চীনের সঙ্গে পরমানু যুদ্ধের আশঙ্কা

রাশিয়া-চীনের সঙ্গে পরমানু যুদ্ধের আশঙ্কা

অনলাইন ডেস্ক

বিশ্বের পরাশক্তির দেশগুলো বাকি দেশগুলোর জন্য সবসময়ই হুমকি। রাশিয়া অথবা চীনের সঙ্গে আমেরিকার যেকোন সময় পরমানু যুদ্ধ লেগে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন একজন শীর্ষ স্থানীয় জেনারেল। মার্কিন সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের প্রধান অ্যাডমিরাল চার্লস রিচার্ড শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এক বক্তব্যে এ আশঙ্কা প্রকাশ করেন।

মার্কিন নেভাল ইনস্টিটিউটের মাসিক ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে অ্যাডমিরাল রিচার্ড আরও লিখেছেন, উভয় দেশের সামরিক শক্তির পক্ষ থেকে বিভিন্ন হুমকি মোকাবিলায় ওয়াশিংটনকে নতুন নতুন কর্মপন্থা প্রণয়নের আহ্বান জানান।


ভোট ছাড়া নির্বাচিত হলেই সরকার ফ্যাসিস্ট হয় না: মনজুরুল আহসান

ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে বাইডেনকে ৪১ কূটনীতিকের চিঠি

এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্ককে আবারও হুমকি আমেরিকার

বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের গণ উৎপাদন শুরু করলো ইরান


তিনি বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে আমেরিকার আঞ্চলিক উত্তেজনা দ্রুত সংঘাতে রূপ নিতে পারে। আর সে রকম কিছু হলে পারমাণবিক যুদ্ধ অসন্ন হয়ে পড়বে।

মস্কো ও বেইজিং ‘আগ্রাসীভাবে আন্তর্জাতিক রীতিনীতিকে চ্যালেঞ্জ’ করছে বলে তিনি অভিযোগ করেন। অ্যাডমিরাল রিচার্ড বলেন, রাশিয়া ও চীন তার দেশসহ সারা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

 

news24bd.tv আয়শা