সেনা সরকারকে প্রত্যাখান করে ৩০০ আইনজীবীর বিবৃতি

সেনা সরকারকে প্রত্যাখান করে ৩০০ আইনজীবীর বিবৃতি

অনলাইন ডেস্ক

মিয়ানমারে সেনা অভুত্থ্যানের প্রতিবাদ জানিয়ে সেনা সরকারকে প্রত্যাখান করেছেন ৩০০ জন আইনপ্রনেতা। তারা একটি যৌথ বিবৃতি দিয়ে সেনা সরকারকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। গণতন্তের জন্য লড়াই চালিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তারা।  

রাশিয়ার স্পুটনিক নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সেনাবাহিনী ক্ষমতা দখলের পরে মিয়ানমারের প্রায় ৩০০ আইনপ্রণেতা নিজেদেরকে জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে ঘোষণা করতে, ভিডিও কনফারেন্সে মিলিত হন।

শুক্রবার বিবৃতিটিতে স্বাক্ষর করেন ওই সংসদ সদস্যরা। তারা জান্তা সরকারকে প্রত্যাখ্যান করেছেন এবং স্ব স্ব আসনে গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।


করোনার মন্দা কাটিয়ে গতি ফিরছে আবাসন খাতে

ভোট ছাড়া নির্বাচিত হলেই সরকার ফ্যাসিস্ট হয় না: মনজুরুল আহসান

ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে বাইডেনকে ৪১ কূটনীতিকের চিঠি

এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্ককে আবারও হুমকি আমেরিকার


বিবৃতিটি অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি)  ফেসবুক পেজে পোস্ট করা হয়।

উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়েছে।

আটক করা হয়েছে অং সান সু চিসহ প্রেসিডেন্ট এবং দলের শীর্ষ নেতাদের। সৈন্যরা রাস্তায় টহল দিচ্ছে এবং রাতের সময় কারফিউ কার্যকর হচ্ছে।  

news24bd.tv আয়শা