ফের উত্তপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়, মিছিল-মিটিং নিষিদ্ধ করে প্রজ্ঞাপন

Other

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে মিছিল-মিটিং ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই কাজে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও অফিস আদেশ জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার প্রশাসনিক ভবনের সামনেই মিছিল করেছে বঙ্গবন্ধু পরিষদ।  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মিছিল শনিবার দুপুরের।

মিছিল-মিটিং নিষিদ্ধের আদেশের পরও এই প্রতিবাদ বঙ্গবন্ধু পরিষদের।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন আদেশ জারি করে, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, শ্রেণিকক্ষ কিংবা উপাচার্যের বাংলোর সামনে কোন মিছিল, বিক্ষোভ, স্লোগান এমনকি মৌন মিছিলও করা যাবে না। এই সিদ্ধান্ত ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানায় বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্র অধিকার সুরক্ষা পরিষদ।


বিএসএমএমইউতে টিকা নিলেন ডা. জাফরউল্লাহ

ক্ষেপে গেলেন সালমান

প্রতিরাতে মদ পার্টি আয়োজন করত নেহা


মত প্রকাশের স্বাধীনতা না থাকলে বিশ্ববিদ্যালয়ে বাধাহীন দুর্নীতি হবে বলে মনে করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখ বন্ধ রাখার এই সিদ্ধান্ত একটি ষড়যন্ত্রের অংশ, বলছেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৭৫ তম বিশেষ সিন্ডিকেট সভায় মিছিল-মিটিং নিষিদ্ধ করার এসব সিদ্ধান্ত নেয়া হয়।

news24bd.tv নাজিম