রাঙামাটিতে করোনার টিকাদান শুরু

রাঙামাটিতে করোনার টিকাদান শুরু

Other

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে করোনা ভাইরাসের (কোভিট-১৯) টিকাদান শুরু হয়েছে। রোববার দুপুরে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান।

এসময় রাঙামাটি চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়, ডিজিএফআই রাঙামাটি অঞ্চলের অধিনায়ক কর্নেল ইমরান ইবনে- এ রউফ, রাঙামাটি জোন কমান্ডার লে.কর্নেল মো. রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মো. শহিদুজ্জামান মহসিন রোমান উপস্থিত ছিলেন।

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান বলেন, টিকা নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই।

সরকার করোনা মোকাবিলায় দেশের মানুষদের জন্য উন্নতমানের টিকা সংগ্রহ করেছে। সকলের উচিত টিকা গ্রহণ করা।

তিনি আরও বলেন, করোনার মহামারির সময় সেনাবাহিনী এক মিনিটের বাজার কর্মসূচি। মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ নানা কর্মসূচি পালন করেছে।

শুধু তা নয়- দেশের যেকোন দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী সামনে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

রাঙামাটি চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোভিট মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করছেন সরকার। একই সাথে পাহাড়ের মানুষের সব সমাধানে সরকার বরাবরেই আন্তরিক। করোনা ভ্যাকসিনের আওতায় পাহাড়ের মানুষকেও আনা হয়েছে। সবাই টিকা পাবে। করোনার হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে সরকারের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতি বজায় রেখে কাজ করতে হবে।

আলোচনা শেষে লেন্স করপোরাল জহিরুল ইসলামকে টিকাদানের মধ্যে দিয়ে সেনাবাহিনী তাদের টিকাদান কর্মসূচি শুরু করে।

টিকাদান কর্মসূচি পরিচালনা করছেন, লামা সিএমএস। কার্যক্রমের দায়িত্বে রয়েছেন, মেজর ডা. রিয়াদ এবং মেজর ডা.
তৌহিদ।

news24bd.tv তৌহিদ