উদ্ধার হরিণের মাংসে কেরোসিন ঢেলে মাটি চাঁপা

উদ্ধার হরিণের মাংসে কেরোসিন ঢেলে মাটি চাঁপা

Other

বাগেরহাটে থামছে না হরিণ নিধন। রোববার বিকেলে মোংলা উপজেলার দিগরাজের বালুর মাঠ এলাকা থেকে ২২ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে দিগরাজ বাজার সংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে পাচারকারীকে কামাল শিকদারের (৩০) কাছে থেকে ২২ হরিনের মাংসসহ জব্দ করেছে পুলিশ।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে মোংলা থানা পুলিশ দিগরাজ বাজার সংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে কামাল শিকদারের (৩০) কাছে থেকে ২২ কেজি হরিণের মাংস জব্দ করে।

এ সময় তাকে আটক করা হয়। আটক কামাল বালুর মাঠের জামাল শিকদারের ছেলে।

আরও পড়ুন: 


তুরস্ককে বাইডেন প্রশাসনের হুমকি

খুলনায় হত্যা মামলায় মা-ছেলের যাবজ্জীবন

অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সঙ্গে ট্রাম্পের যৌনকর্মের পর্ন ভিডিও ধারণ করেন তিনি

শাশুড়িকে নিয়ে পালালেন জামাই!


কামাল পুলিশের স্বীকারোক্তিতে বলেছে সে খুলনার দাকোপ উপজেলার লাউডোব গ্রামের চোরা শিকারী কার্তিকের কাছ থেকে এ মাংস কিনেছেন। কার্তিকের কাছ থেকে পাইকারী কিনে মোংলাসহ বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রি করে আসছিলেন তিনি।

জব্দ মাংসে কেরোসিন তেল দিয়ে নষ্ট করে মাটি চাঁপা দেওয়া হবে। আর আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন-পাচার আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে বাগেরহাট আদালতের পাঠানো হবে।

news24bd.tv তৌহিদ