মোল্লা নাসিরুদ্দিনের হাসির ভাস্কর্য

মোল্লা নাসিরুদ্দিনের হাসির ভাস্কর্য

Other

মোল্লা নাসিরুদ্দিন ছিলেন একজন মধ্যযুগীয় মুসলিম সুফি যিনি হাস্যরসাত্মক চরিত্র হিসেবে সুপরিচিত। মধ্যযুগে আনুমানিক ত্রয়োদশ শতকে সেলজুক শাসনামলে তিনি ইরানের বৃহত্তর খোরাসানে বসবাস করতেন বলে মনে করা হয়। অবশ্য নিকট ও মধ্য প্রাচ্য এবং মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশই নাসিরুদ্দিনকে তাদের দেশের বলে দাবি করে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, তুরস্ক ও উজবেকিস্তান।

আরও পড়ুন:


পুলিশ সুপারের গাড়িতে সেতুমন্ত্রীর কাছে নিয়ে গেল পুলিশ

‌‘দূর সম্পর্কের বোনের’ সম্মতিতে শারীরিক সম্পর্ক, সাজা বাতিল হলো কিশোরের

news24bd.tv

তুরস্ককে বাইডেন প্রশাসনের হুমকি

খুলনায় হত্যা মামলায় মা-ছেলের যাবজ্জীবন


বিভিন্ন সংস্কৃতিতে তার নাম বিভিন্নভাবে উচ্চারিত হয়। সাধারণত অধিকাংশ সংস্কৃতিতে তিনি ‘হোজ্জা’ ‘মোল্লা’ ও ‘আফেন্দি’ নামে পরিচিত। তিনি লোকপ্রিয় দার্শনিক এবং বিজ্ঞ ব্যক্তি ছিলেন। তার হাস্যরসাত্মক গল্প এবং উক্তিগুলোই তাকে বিখ্যাত করে রেখেছে।

চীনে তিনি ‘আফান্টি’ নামে পরিচিত। চীনারা তাকে উইগুরের তুর্কী ব্যক্তি বলে মনে করে।

news24bd.tv

কথিত আছে একবার নাসিরুদ্দিন উল্টোভাবে বসে গাধার পিঠে চড়ছিলেন। দেখে লোকজন তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি জবাবে বলেন, ‘আমি নয়, গাধাটাই উল্টোদিকে মুখ করে রেখেছে!’

news24bd.tv

তুরস্ক, ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের অনেক দেশে তার প্রচুর ভাস্কর্য রয়েছে। এর মধ্যে অধিকাংশই উল্টোভাবে গাধার পিঠে ছড়ার ভাস্কর্য।

news24bd.tv

হারুন আল নাসিফ, কবি, ছড়াকার, সাংবাদিক

news24bd.tv তৌহিদ