নারায়ণগঞ্জে পিকে হালদারের গোপন গুদাম থেকে শত শত দলিল উদ্ধার, প্রাথমিকভাবে ৭ হাজার ৮০ শতাংশ জমি জব্দ করেছে দুদক, এসব জমির বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা
বিক্ষোভে উত্তাল মিয়ানমার: `গণতন্ত্রকে বাচাঁও, স্বৈরশাসনকে না বল'
অনলাইন ডেস্ক
মিয়ানমারে হাজারো বিক্ষোভকারী শহরের রাস্তায় রাস্তায় বিক্ষোভ করেছে। নির্বাচিত নেত্রী অং সান সু চির মুক্তি এবং সেনা শাসনের প্রতিবাদে তৃতীয় দিনের মত বিক্ষোভ করেছে পুরো মিয়ানমার জুড়ে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়।
বিক্ষোভকারীরা মানুষকে প্রতিবাদ জানাতে এবং জণগনকে সেনা সরকারকে অমান্য করতে আহবান করছেন। তারা বিশ্বসম্প্রদায়কেও মিয়ানমার সরকারের প্রতি চাপ প্রয়োগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে গতকালের প্রতিবাদে ভ্যানগার্ডে শ্রমিক এবং শিক্ষার্থীদের নিয়ে স্যাফরন সন্ন্যাসীরা মিছিল করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) রঙে লাল ব্যানারগুলির পাশাপাশি বহু রঙিন বৌদ্ধ পতাকা উড়িয়েছিল।
"আমাদের নেতাকে ছেড়ে দাও, আমাদের ভোটকে সম্মান কর, সেনা শাসনকে প্রত্যাখ্যান কর" বলে স্লোগানে স্লোগানে মুখর করে তুলছিল রাস্তাঘাট। বেশিরভাগ বিক্ষোভকারীরা কালো পোশাক পরিহিত ছিল।
"গণতন্ত্রকে বাচাঁও, স্বৈরশাসনকে না বল" এমন স্লোগানও দিচ্ছিল তারা। রবিবার দেশটিতে বিক্ষোভ ছিল ২০০৭ সালে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বাধীন "জাফরান বিপ্লব" এর পরে সবচেয়ে বৃহত্তম।
দুনিয়ার শ্রেষ্ঠ জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত
দুনিয়ার শ্রেষ্ঠ `জুমার’ দিনে যা করবেন
প্রতিদিন সকালে যে দোয়া পড়তেন বিশ্বনবি
"ইয়াঙ্গুনের প্রতিটি কোণ থেকে দয়া করে শান্তিপূর্ণভাবে বেরিয়ে আসুন এবং জনগণের সভায় যোগ দিন" অ্যাক্টিভিস্ট আই থিনজার মাং ফেইসবুকে অনুরোধ করছিলেন। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট বন্ধ আছে। ভিপিএন নেটওয়ার্ক ব্যবহার করে বিক্ষোভকারীরা সমাবেশে আহবান জানাচ্ছেন।
হাজার হাজার মানুষ দক্ষিণ-পূর্বের উপকূলীয় শহর দাউই এবং দক্ষিণ-উত্তরের কাচিন রাজ্যের রাজধানীতে পদযাত্রা করছিল। পা থেকে মাথা পর্যন্ত কালো রঙের পোশাক পরা ছিল তারা ।
১৯৮৮ থেকে ২০০৭ সালের পূর্বে ব্যাপক বিক্ষোভ চলাকালীন রক্তক্ষয়ী বিশৃঙ্খলার বিপরীতে এখন শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছে। রয়টার্স জান্তা সরকারের সাথে যোগাযোগ করেও কোন মন্তব্য পায়নি। রাষ্ট্রীয় টেলিভিশন এসব উল্লেখ করে কোন নিউজ করেনি।
সূত্র: রয়টার্স
news24bd.tv/আয়শা
পরবর্তী খবর
মন্তব্য