চ্যাম্পিয়ন্স লিগ: আটালান্টা ০-১ রিয়াল মাদ্রিদ, মনশেনগ্লাডবাখ ০-২ ম্যনাচেস্টার সিটি
স্বর্ণ লুটের ঘটনায় সিসি ক্যামেরায় ধরা তিনজন
অনলাইন ডেস্ক
ঢাকার ধানমন্ডি এলাকার বিপণী বিতান রাপা প্লাজায় রাজলক্ষ্মী জুয়েলার্সের দোকান থেকে অন্তত ৫০০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে।
ব্যবসায়ীদের অভিযোগ, পাঁচশ ভরি স্বর্ণসহ নগদ কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ দেখে মনে হয়েছে এরা পেশাদার অপরাধী।
শনিবার মাঝরাতে রাপা প্লাজার টয়লেটের জানালার গ্রিল কেটে অর্থকড়ি-স্বর্ণালঙ্কার লুটে নেয় দুর্বৃত্তরা। সিসিটিভির ফুটেজে দেখা যায়, তিনজন একে একে চারটি দোকানে চুরি করেছেন। জুয়েলারির ৫শ' ভরি স্বর্ণসহ চার দোকান থেকে নগদ আরও প্রায় পাঁচলাখ টাকা খোয়া গেছে।
দুনিয়ার শ্রেষ্ঠ জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত
দুনিয়ার শ্রেষ্ঠ `জুমার’ দিনে যা করবেন
প্রতিদিন সকালে যে দোয়া পড়তেন বিশ্বনবি
দোকানগুলোর গ্রিল কাটার পাশাপাশি ক্যাশেরও লক ভেঙে ফেলে অপরাধীরা। রবিবার সকালে ঘটনা জানাজানির পরপরই আইনশৃঙ্খলাবাহিনীকে জানায় দোকান মালিক সমিতি।
পুলিশ বলছে, সবকিছু বিবেচনা করে অপরাধীদের পেশাদার বলেই মনে হচ্ছে। তবে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য