বিটিআরসির তরঙ্গ নিলাম: গ্রামীণফোন ১০ দশমিক ৪৪, বাংলালিংক ৯ দশমিক ৪ এবং রবি ৭ দশমিক ৬ মিলিয়ন ডলারে তরঙ্গ কিনেছে; সরকারের রাজস্ব আয় ৩ হাজার ৯৩ কোটি টাকা
হিমবাহ ফেটে জলোচ্ছ্বাসে কমপক্ষে ১৪ জন নিহত ও নিখোঁজ ১৫০
অনলাইন ডেস্ক
ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে ভয়াবহ জলোচ্ছ্বাসে কমপক্ষে ১৪ জন নিহত এবং ১৫০ জন নিখোঁজ। এই জলোচ্ছ্বাসে একটি বাঁধ ভেঙ্গে গেছে এবং উত্তরাখন্ড রাজ্যে বন্যার সৃষ্টি করেছে। নিখোঁজকৃতদের অধিকাংশই জলবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।
উদ্ধার কাজে সহায়তা করার জন্য কয়েকশ সেনা, আধাসামরিক এবং সামরিক হেলিকপ্টার পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা এই ঘটনাটি তদন্ত করছেন যদিও এটি হিমবাহ ফেটে যাওয়ার কারণ হতে পারে তা এখনও পরিষ্কার নয়।কর্মকর্তারা বলছেন যে এখনও পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় বলেছেন, উত্তরাখন্ডের বিষয়ে তিনি বিশেষ নজর রাখছেন। কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং উদ্ধারকাজের তদারকি করছেন বলেও জানান ওই টুইটে।
কানাডার সন্ত্রাসী সংগঠনের তালিকায় ‘দায়েস বাংলাদেশ’
দুনিয়ার শ্রেষ্ঠ জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত
দুনিয়ার শ্রেষ্ঠ `জুমার’ দিনে যা করবেন
প্রতিদিন সকালে যে দোয়া পড়তেন বিশ্বনবি
সারা ভারতের মানুষ উত্তরাখন্ডের এই ঘটনায় এক হয়ে প্রার্থনা করছেন। বিশ্বনেতারাও এই ঘটনায় তাদের শোকবার্তা পাঠিয়েছেন স্বজনহারা পরিবারদের জন্য।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেছেন, "আমার চিন্তাভাবনায় ভারতের জনগণ এবং উত্তরাখণ্ডের উদ্ধারকর্মীদের সাথে রয়েছে। কারণ তারা হিমবাহ ধসের ফলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে।" তিনি আরো বলেছেন, "যুক্তরাজ্য ভারতের সাথে সংহতি জানিয়ে দাঁড়িয়েছে এবং প্রয়োজনে যে কোনও সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।"
সূত্র: বিবিসি
news24bd.tv/আয়শা
পরবর্তী খবর
মন্তব্য