বরিশালে মানবন্ধন করেছে সম্মিলিত নার্সেস সংগ্রাম পরিষদ

বরিশালে মানবন্ধন করেছে সম্মিলিত নার্সেস সংগ্রাম পরিষদ

Other

কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিল সহ ৩ দফা দাবীতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সম্মিলিত নার্সেস সংগ্রাম পরিষদ।

সরকারি-বেসরকারী বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সরকারি হাসপাতালের নার্সরা এই কর্মসূচীতে অংশগ্রহন করেন।  

আজ সোমবার সকাল ১০টায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দ রোডে এই মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।  


কানাডার সন্ত্রাসী সংগঠনের তালিকায় ‘দায়েস বাংলাদেশ’

দুনিয়ার শ্রেষ্ঠ ‌জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত

দুনিয়ার শ্রেষ্ঠ ‌`জুমার’ দিনে যা করবেন

প্রতিদিন সকালে যে দোয়া পড়তেন বিশ্বনবি


তাদের ৩টি দাবির অন্য দুটি হলো এফডবিউভি (ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর) ডিপ্লোমা ইন মিডওয়াইফ সমমান দেওয়ার প্রতিবাদ এবং ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের অধিনস্থ নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কমপ্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা পুনরায় গ্রহন।

 

মানববন্ধন চলাকালে আন্দোলকারীরা বলেন, ৩ দফা দাবি না মানা হলে আগামীতে কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।  

এদিকে মানববন্ধনের এক পর্যায়ে আন্দোলনকারী বান্দ রোডের একাংশ অবরোধ করে বিক্ষোভ প্রদার্শন করে। তবে কিছুক্ষন পর পুলিশ তাদের সরিয়ে দেয়।   

news24bd.tv/আয়শা