ঋতুপর্ণা সেনগুপ্ত নিরাপদেই আছেন

ঋতুপর্ণা সেনগুপ্ত নিরাপদেই আছেন

অনলাইন ডেস্ক

নতুন ছবির শ্যুটিংয়ে উত্তরাখন্ডে আছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গতকাল (রোববার) তুষারধসে উত্তরাখন্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জলোচ্ছ্বাসে কমপক্ষে ১৪ জন নিহত এবং ১৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিবিসি। তবে এই দুর্ঘটনায় ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তার টিমের কোন ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন নিজেই।

 

ঋতুপর্ণা এবং তাঁর ইউনিট দুর্ঘটনাস্থল থেকে অনেকটাই দূরে। ফোনে অভিনেত্রী জানিয়েছেন, তাঁরা নিরাপদে আছেন। মুসৌরি রোডে রোববার শুট করছিল ‘অন্তর্দৃষ্টি’-র টিম।  

‘‘শুটিংয়ের মাঝেই শুনলাম একাধিক গ্রাম ধসে তলিয়ে গিয়েছে।

এখানে সরাসরি কোনও প্রভাব না পড়লেও খবর শুনে সকলেই মর্মাহত,’’ বলছিলেন ঋতুপর্ণা। তিন-চার দিন পরে ছবির টিমের কলকাতায় ফিরে আসার কথা।  


কানাডার সন্ত্রাসী সংগঠনের তালিকায় ‘দায়েস বাংলাদেশ’

দুনিয়ার শ্রেষ্ঠ ‌জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত

দুনিয়ার শ্রেষ্ঠ ‌`জুমার’ দিনে যা করবেন

প্রতিদিন সকালে যে দোয়া পড়তেন বিশ্বনবি


তা নিয়েও উদ্বিগ্ন অভিনেত্রী। বললেন, ‘‘আমার মা এসেছিলেন এখানে। আজ ফিরে গেলেন। শুনলাম, দুর্ঘটনার জেরে বিমানবন্দরে প্রচণ্ড ভিড় হয়েছে। সকলে মিলে এখন ভালয় ভালয় ফিরতে চাই। ’’

‘অন্তর্দৃষ্টি’র পরিচালক কবীর লাল, যিনি ‘তাল’, ‘পরদেশ’-এর মতো ছবির সিনেম্যাটোগ্রাফার ছিলেন। ছবিটি বাংলা, মরাঠি, তামিল ও কন্নড়— এই চার ভাষায় তৈরি হচ্ছে। ছবিতে রয়েছেন শন বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রজিৎ চক্রবর্তী।

উত্তরাখন্ডের এই দুর্ঘটনার খবর শুনে পুরো ভারত জুড়ে চলছে প্রার্থনা।  

news24bd.tv/আয়শা