ভারতের উত্তরাখন্ডে হিমবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ভারতের উত্তরাখন্ডে হিমবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

Other

ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে ভয়াবহ জলোচ্ছ্বাসে কমপক্ষে ১৪ জন নিহত এবং ১৫০ জন নিখোঁজ। এই জলোচ্ছ্বাসে একটি বাঁধ ভেঙ্গে গেছে এবং উত্তরাখন্ড রাজ্যে বন্যার সৃষ্টি করেছে। নিখোঁজকৃতদের অধিকাংশই জলবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।

বেশ কয়েকটি স্থানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

নিখোঁজদের সন্ধানে তৎপরতা শুরু করেছে উদ্ধারী দল। এ ঘটনায় দুর্দশাগ্রস্থদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে ভারতের উত্তরাখণ্ডে হিমালয়ের হিমবাহ ধসে পড়ে। এতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা।

নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। ভেঙ্গে গেছে  স্থানীয় সেতুগুলো। এমনকি একের পর এক গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।  


কানাডার সন্ত্রাসী সংগঠনের তালিকায় ‘দায়েস বাংলাদেশ’

দুনিয়ার শ্রেষ্ঠ ‌জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত

দুনিয়ার শ্রেষ্ঠ ‌`জুমার’ দিনে যা করবেন

প্রতিদিন সকালে যে দোয়া পড়তেন বিশ্বনবি


নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। মোতায়ন করা হয়েছে সেনাবাহিনীসহ বিমানবাহিনী। জরুরি পরিস্থিতির জন্য তৈরি ৩০ শয্যার হাসপাতালও। শ্রীনগর, ঋষিকেশ, দেরাদুনেও প্রস্তুত রাখা হয়েছে হাসপাতাল। গঙ্গা তীরবর্তী জেলাগুলোয় রেড অ্যালার্ট জারি করেছে রাজ্য সরকার।

এ ঘটনায় দুর্দশাগ্রস্থদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইটে পুরো বিষয়টির উপর সরকার নজর রাখছে বলেও জানান। একের পর এক পাহাড় কেটে টানেল এবং জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্যই এমন ক্ষয়ক্ষতির মুখে পড়ছে বলেও অনেকে মনে করছেন। এর আগে ২০১৩ সালে এমন ঘটনায় উত্তরাখণ্ডে প্রায় ছ’হাজার মানুষ মারা যান।
news24bd.tv/আয়শা