টিকা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না: প্রধান বিচারপতি

টিকা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারি থেকে বাঁচতে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, করোনার টিকা নিয়েছি। টিকা নেওয়ার পর আজ বিচারকাজ পরিচালনা করছি। কোনো সমস্যা হচ্ছে না।

আজ দুটি দেওয়ানি মামলার পক্ষগণ নিজেদের মধ্যে সমঝোতা করে সশরীরে আপিল বিভাগে উপস্থিত হলে তাদের ও আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

এ সময় প্রধান বিচারপতি উপস্থিত সবাইকে টিকা নেওয়ার আহবান জানান। এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, স্যার আমরা কাল টিকা নেব। প্রধান বিচারপতি তাকে উদ্দেশ্য করে বলেন, আপনি টপ ল অফিসার অফ দ্য কান্ট্রি।

গতকালই আপনার টিকা নেওয়া উচিত ছিল।


কানাডার সন্ত্রাসী সংগঠনের তালিকায় ‘দায়েস বাংলাদেশ’

দুনিয়ার শ্রেষ্ঠ ‌জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত

দুনিয়ার শ্রেষ্ঠ ‌`জুমার’ দিনে যা করবেন


এর আগে রোববার বেলা ৩টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা নেন প্রধান বিচারপতি। টিকা নেওয়ার পর প্রধান বিচারপতি দেশবাসীকেও টিকা নেওয়ার আহ্বান জানান। সাংবাদিকদের তিনি বলেন, 'আমি টিকা নিয়েছি। আমার স্ত্রীও নিয়েছেন। আমার এ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। '

news24bd.tv নাজিম