উত্তরখন্ডের পাশে বলিউড

উত্তরখন্ডের পাশে বলিউড

অনলাইন ডেস্ক

উত্তরখন্ডের চামোলিতে হিমবাহ ধ্বসের পর কাটতে চলল প্রায় ২৪ ঘণ্টা। উত্তরাখণ্ডের চামোলিতে চলছে উদ্ধারকাজ।

এখন পর্যন্ত কমপক্ষে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোজ কমপক্ষে ১৭০ জন।

তপোবন সংলগ্ন এলাকার সুড়ঙ্গে আটকে যারা পড়েছেন, তাদের উদ্ধার করার চেষ্টা চলছে।

হটাত এই বিপর্যয়ে স্তব্ধ পুরো ভারত। এই শোকের ছাপ এসে পড়েছে বলিউডেও। এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়াচ্ছেন বলিউড তারকারাও।

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর টুইট করেছেন, "উত্তরখন্ডের হিমবাহ ধ্বসের ঘটনা অত্যন্ত পীড়াদায়ক। সবাই নিরাপদে থাকুন এই প্রার্থনা করছি। "

অভিনেতা সনু সুদ টুইটারে বলেন, "আমরা ক্ষতিগ্রস্তদের সাথেই আছি। "

অভিনেত্রী ও পরিবেশ আন্দোলনকারী দিয়া মির্জা মনে করেন, হিমালয়ের সাথে অতিরিক্ত বাঁধ নির্মাণ, গাছ কাটা, পাহাড় কাটা প্রভৃতি ঘটনা এই ধ্বসের জন্য দায়ী। আর এর ফলে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে সাধারণ নিরাপরাধ মানুষকে। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনার পাশাপাশি সবাইকে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করারও আহ্বান জানান তিনি।


কানাডার সন্ত্রাসী সংগঠনের তালিকায় ‘দায়েস বাংলাদেশ’

দুনিয়ার শ্রেষ্ঠ ‌জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত

দুনিয়ার শ্রেষ্ঠ ‌`জুমার’ দিনে যা করবেন

প্রতিদিন সকালে যে দোয়া পড়তেন বিশ্বনবি


news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক