আল জাজিরার তথ্যচিত্র তাদের একান্ত নিজস্ব বিষয়: দুদক চেয়ারম্যান

আল জাজিরার তথ্যচিত্র তাদের একান্ত নিজস্ব বিষয়: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘আল জাজিরার তথ্যচিত্রটি আমি দেখেছি। আমাদের অপেক্ষা করতে হবে, এসব অভিযোগের বিষয়ে তারা কী প্রমাণ পেশ করে। আল জাজিরা যা করেছে তা তাদের একান্ত নিজস্ব বিষয়। প্রতিবেদনে উত্থাপিত অভিযোগসমূহের বিষয়ে তারা কী তথ্যপ্রমাণ উপস্থাপন করে সে পর্যন্ত অপেক্ষা করব আমরা।

’ 

আজ দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  

সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন অংশ ও সুপারিশ তুলে ধরেন।


কানাডার সন্ত্রাসী সংগঠনের তালিকায় ‘দায়েস বাংলাদেশ’

দুনিয়ার শ্রেষ্ঠ ‌জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত

দুনিয়ার শ্রেষ্ঠ ‌`জুমার’ দিনে যা করবেন


এ সময় দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান ও এ এফ এম আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

news24bd.tv নাজিম