টিকা নিয়ে নিজেকে নিরাপদ মনে করছি: নৌপরিবহন মন্ত্রী

টিকা নিয়ে নিজেকে নিরাপদ মনে করছি: নৌপরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনা ভাইরাসে টিকা নিয়ে নিজেকে নিরাপদ মনে করছি।

তিনি বলেন, করোনা ভাইরাসের যে ছোবল সেখান থেকে আমি এখন পুরোপুরিভাবে মুক্ত। ভ্যাক্সিন নেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা বিশ্বাস আমার ভেতর তৈরি হয়েছে।

আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নেওয়ার পর এ প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

 

রবিবার (৭ ফেব্রুয়ারি) দেশব্যাপী করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়। এদিন সকাল ১০টায় মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


কানাডার সন্ত্রাসী সংগঠনের তালিকায় ‘দায়েস বাংলাদেশ’

দুনিয়ার শ্রেষ্ঠ ‌জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত

দুনিয়ার শ্রেষ্ঠ ‌`জুমার’ দিনে যা করবেন


সারাদেশে ১ হাজার ৫ টি কেন্দ্রে শুরু হয় এ টিকাদান কর্মসূচি। প্রথম দিন এ টিকা পেয়েছেন ৩১ হাজার ১৬০ জন নাগরিক।

news24bd.tv নাজিম