সিরিজের শেষ টেস্টও থাকছেন না সাকিব

সিরিজের শেষ টেস্টও থাকছেন না সাকিব

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম টেস্ট চলাকালীন বাম পায়ে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। চোট গুরুতর হওয়ায় প্রথম টেস্টের পুরো সময় খেলতে পারেননি তিনি। এবার ছিটকে গেলেন ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের দল থেকেও!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনক। দলের বোলিংটার জন্য একটু সমস্যা হয়ে গেল।

খুব সম্ভবত ৩ থেকে ৪ সপ্তাহের জন্য ছিটকে যাচ্ছেন সাকিব। ’

শুধু ঢাকা টেস্টই নয় আশঙ্কা করা হচ্ছে আসন্ন নিউজিল্যান্ড সফর নিয়েও। আগামী মাসে নিউজিল্যান্ড সফর করার কথা টাইগারদের। তবে ঢাকা টেস্টে তার বদলি কে হবেন সেটি এখনো চূড়ান্ত করেনি নির্বাচকরা।


আল জাজিরার তথ্যচিত্র তাদের একান্ত নিজস্ব বিষয়: দুদক চেয়ারম্যান

টিকা নিয়ে নিজেকে নিরাপদ মনে করছি: নৌপরিবহন মন্ত্রী

করোনায় আক্রান্ত ভারতের দক্ষিণী তারকা সুরিয়া


বাশার মনে করেন, ‘টেস্ট দলে ১৮ জন সদস্য ছিল, সাকিব বাদ পড়াতে ১৭জন হলো। মনে হয় না কাউকে আবার আলাদা করে ডাকা হবে । তবে এখনো পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ’

এদিকে শেষ টেস্ট খেলতে সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছেছে বাংলাদেশ ও উইন্ডিজ দল।

news24bd.tv নাজিম