গভীর রাতে বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলে গেল সন্তান

গভীর রাতে বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলে গেল সন্তান

Other

সাতক্ষীরার জীবননরে অসুস্থ্য বৃদ্ধ বাবা মো. আজিজুলকে (৯০) গভীর রাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার একটি সড়কে ফেলে গেল তার সন্তান। বাবা যে সন্তানের জন্য আমৃত্যু জীবনের সাথে সংগ্রাম করে নিজের সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সন্তানের মুখে হাসি ফুটিয়েছেন। সেই বাবাকে গভীর রাতে প্রচণ্ড শীতের মাঝে সড়কের পাশে ফেলে গেল সন্তান।

এমই হৃদয়বিদারক ও অমানবিক ঘটনা ঘটেছে উপজেলার হিজলা ইউনিয়নের আমবাড়ি-বাবুগঞ্জ বাজার সড়কে।

সকালে পুলিশ খবর পেয়ে বৃদ্ধ আজিজুলকে উদ্ধার করে চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

আরও পড়ুন:


গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ

এফ-৩৫ ও এস-৪০০ একসঙ্গে রাখা যাবে না, তুরস্ককে যুক্তরাষ্ট্র

পুলিশ সুপারের গাড়িতে সেতুমন্ত্রীর কাছে নিয়ে গেল পুলিশ

‌‘দূর সম্পর্কের বোনের’ সম্মতিতে শারীরিক সম্পর্ক, সাজা বাতিল হলো কিশোরের

তুরস্ককে বাইডেন প্রশাসনের হুমকি

চিতলমারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, রাতের কোনো এক সময় অসুস্থ বাবা আজিজুলকে চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের আমবাড়ি-বাবুগঞ্জ বাজার সড়কের পাশে ফেলে রেখে যান তার সন্তান আবুল। সকাল ৭ টার দিকে সড়কের পাশে বিবস্ত্র অবস্থায় ওই বৃদ্ধকে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে
পুলিশ উদ্ধার করে প্রয়োজনীয় শীতের গরম কাপড় পরিয়ে চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করে।

অসুস্থ বৃদ্ধ আজিজুলের শারীরিক অবস্থা এতাটাই খারাপ যে তিনি নিজের নাম, ফেলে যাওয়া ছেলের নাম ও সাতক্ষীরার জীবননরের হালদা গ্রাামের নাম ছাড়া কিছুই স্বরণ করতে পারছেন না। সার্বিকভাবে চিতলমালী থানা-পুলিশ বৃদ্ধর খোঁজখবর রাখছে। তার সন্তান আবুল কোথায় থাকে কী করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সমাজ সেবা অফিসের সাথে যোগাযোগ করা হচ্ছে।

news24bd.tv তৌহিদ