রাজনৈতিক প্রতিহিংসার কারণে জিয়াউর রহমানের খেতাব বাতিলের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
ভালোবাসা দিবস উপলক্ষে
জোভান-ফারিনের বিয়ে ‘বাসায় কি মানবে’
অনলাইন ডেস্ক
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তাসনিয়া ফারিন। আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে কয়েকটি নাটকে অভিনয় করছেন। সম্প্রতি অভিনয় করেছেন ‘রোমিও-জুলিয়েট’ শিরোনামের একটি নাটক। এরপর আসলো ‘বাসায় কি মানবে’ নামে আরও একটি নাটকের ঘোষণা।
মূলত, ‘বাবু (জোভান) ও বৃষ্টি (ফারিন) দুজন দুজনকে ভালোবাসে। বছর দুয়েকের সম্পর্ক। দুজনেই ভালো চাকরি করে। বিয়ের সিদ্ধান্ত নেয়। কেউই এখন পর্যন্ত তাদের সম্পর্কের কথা বাসায় জানায়নি। বাবা মা মানবে কি না অথবা জানলে লজ্জা ও ভয় থেকে তারা বাসায় জানানোর সাহস করতে পারেনি। বাসায় জানলে বিষয়টা কিভাবে নিবে এ নিয়ে তাদের চিন্তার শেষ নেই। তারা দুজনেই যুক্তি করে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেন তাদের ভালোবাসার কথা তাদের বাসায় মেনে নেয়। এ নিয়ে বিভিন্ন মজার মজার পরিস্থিতি তৈরি হয়। এমন গল্পে এগোবে নাটকটি।
আরও পড়ুন:
বঙ্গবন্ধুর খুনিকে ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন সেনাপ্রধান
পাষণ্ড মামার ধর্ষণচেষ্টায় তিন বছরের শিশু রক্তাক্ত
ডিজে নেহার খদ্দেরের তালিকায় ধনাঢ্য ব্যবসায়ীরা!
অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। ফারহান আহমেদ জোভান, তাসনিয়া ফারিন ছাড়াও নাটকে অভিনয় করেছেন শামীমা নাজনিন, ফখরুল বাসার মাসুম, তন্নি আশরাফ, শাফিজ মামুন ও শর্মি শারমিন।
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাত ৮ টায় ‘হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে’ প্রচারিত হবে নাটকটি।
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য