মশা নিধনে সোমবার থেকে ক্রাশ প্রোগাম শুরু: মেয়র আতিক
দুর্নীতির অভিযোগে আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
দুর্নীতির মামলায় আবারও আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার তিনি আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেন।
গত বছর তার বিরুদ্ধে অবৈধ উপহার নেওয়া এবং তার পক্ষে খবর প্রকাশের জন্য মিডিয়া মুঘলদের বাণিজ্যিক সুবিধা দিতে চাওয়ার অভিযোগ ওঠে। এমন অভিযোগে অভিযুক্ত তিনিই প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী।
তবে নেতানিয়াহু এসব অভিযোগকে বানোয়াট ও হাস্যকর বলে দাবি করেছেন। তিনি শত্রুতার শিকার বলেও দাবি করেন তিনি।
করোনাভাইরাস সংক্রমণের অজুহাতে তার বিরুদ্ধে শুনানি বেশ কয়েক দফা পিছানো হয়েছিল। তারপর সোমবার শুনানি শুরু হয়। এসময় তিনি অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক জবাব দিয়েছেন। এরপরে মামলার সাক্ষ্য ও প্রমাণ যাচাই বাছাই করার কথা।
এদিকে সোমবার জেরুজালেমে আদালতের বাইরে থেকে রিপোর্ট করেন আল জাজিরার সাংবাদিক হ্যারি ফসেট। তিনি বলেন, আদালতের বাইরে এদিন নেতানিয়াহু বিরোধী বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ করেছে। এদিন আদালতে তিনটি মামলায় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের যে অভিযোগ আনা হয়েছে, তার জবাব দেয়ার কথা। এজন্য সপ্তাহে তিনবার আদালতে উপস্থিত হওয়ার প্রয়োজন হতে পারে নেতানিয়াহুর।
বঙ্গবন্ধুর খুনিকে ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন সেনাপ্রধান
পানির নীচে পৃথিবীর অষ্টম মহাদেশের খোঁজে
ডিজে নেহার খদ্দেরের তালিকায় ধনাঢ্য ব্যবসায়ীরা!
এদিকে, ইসরায়েলে দু’বছরেরও কম সময়ের মধ্যে আগামী ২৩ শে মার্চ চতুর্থবারের জন্য নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের ৬ সপ্তাহ আগে এই বিচার কার্যক্রম নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে।
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য