আজ ৯২ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া

আজ ৯২ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক

আজ সোমবার টিকা নিয়েছেন ৪৬ হাজার ৫১০ জন। এর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯২ জনের শরীরে। মোট রেজিস্ট্রেশন করেছেন ৫ লাখ ৯২ হাজার ৫ জন। এ পর্যন্ত ভ্যাকসিন পেতে অনলাইনে নিবন্ধন করেছেন ৫ লাখ ১২ হাজার ৫ জন।

গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ

এফ-৩৫ ও এস-৪০০ একসঙ্গে রাখা যাবে না, তুরস্ককে যুক্তরাষ্ট্র

পুলিশ সুপারের গাড়িতে সেতুমন্ত্রীর কাছে নিয়ে গেল পুলিশ

‌‘দূর সম্পর্কের বোনের’ সম্মতিতে শারীরিক সম্পর্ক, সাজা বাতিল হলো কিশোরের

তুরস্ককে বাইডেন প্রশাসনের হুমকি

সূত্র জানায়, টিকাদানের দ্বিতীয় দিনে রাজধানীতে টিকা নিয়েছেন সাত হাজার ১৭৮ জন। এরমধ্যে ৫ হাজার ২০১ এক জন পুরুষ এবং ১৯৭৭ জন নারী। এ নিয়ে রাজধানীতে মোট টিকা নিলেন ১২ হাজার ২৪৯ জন।

বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

তিনি টিকা নেওয়ার পর ভালো আছেন বলে জানান। তিনি সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সকালে শ্যামলীর ২৫০ শয্যার টিবি হাসপাতালে টিকা নেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুমও করোনাভাইরাসের টিকা নেন।

বিএসএমএমইউতে টিকা নেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ৮৪ বছর বয়সী চিকিৎসক ডা. টিএ চৌধুরী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত শিল্পী রফিকুল আলম ও তার স্ত্রী আবিদা সুলতানাও এদিন টিকা নেন।

আরও টিকা নেন মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান এবং তার স্ত্রী মাহবুবা চৌধুরী।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার খোকনও এদিন টিকা নেন।

news24bd.tv তৌহিদ