টিকা নিলেন ৮৪ বছরের বৃদ্ধা

টিকা নিচ্ছেন ৮৪ বছর বয়সী আনোয়ারা বেগম

টিকা নিলেন ৮৪ বছরের বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের গণ টিকাদানের দ্বিতীয় দিনে টিকা গ্রহীতাদের উপস্থিতি বেড়েছে। অনেক প্রবীণ স্বজনদের সঙ্গে এসে টিকা নিয়েছেন। তেমনি একজন ৮৪ বছর বয়সী আনোয়ারা বেগম। দিনের প্রথম ভাগেই ছেলে আনোয়ারুল ইসলাম রাহাতকে সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেলে আসেন তিনি।

কেন্দ্রের নার্স ও স্বেচ্ছাসেবীরা তাকে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন। একজন চিকিৎসক তার রেজিস্ট্রেশন কার্ডটি দ্রুত এন্ট্রি ডেস্কে নিয়ে যান। চারজন নারী স্বেচ্ছাসেবী এসে যত্নের সঙ্গে এই বৃদ্ধাকে নিয়ে যান টিকা দেওয়ার বুথে। খুব অল্প সময়ের মধ্যেই তার টিকা নেওয়া শেষ হয়।

 

টিকা নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি বলেন, প্রথমে একটু ভয় করেছিল, কিন্তু টিকা নেওয়ার পর তা কেটে গেছে।


কুষ্টিয়ার সেই এসপিকে বরিশালে বদলি

আল জাজিরার তথ্যচিত্র তাদের একান্ত নিজস্ব বিষয়: দুদক চেয়ারম্যান

টিকা নিয়ে নিজেকে নিরাপদ মনে করছি: নৌপরিবহন মন্ত্রী

করোনায় আক্রান্ত ভারতের দক্ষিণী তারকা সুরিয়া


টিকা দেওয়ার পর নিয়ম অনুয়ায়ী  আনোয়ারা বেগমকে আধা ঘণ্টা অবজারভেশন কক্ষে রেখে পর্যবেক্ষণ করা হয়। কোনো অসুবিধা না হওয়ায় ছেলের সঙ্গে তিনি পুরানা পল্টনের বাসায় চলে যান।

news24bd.tv নাজিম