পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯১ আসনে তৃণমূলে কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত, নন্দীগ্রাম থেকে লড়বেন মমতা ব্যানার্জি
ভারতে তারকাদের টুইট এবার তদন্তের মুখে
অনলাইন ডেস্ক
ভারতের চলমান কৃষক আন্দোলন দেশজুড়ে চলছে আলোড়ন। এবার এই ইস্যুতে যুক্ত হলেন ক্রিকেটার শচিন টেন্ডুলকার, সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ও অভিনেতা অক্ষয় কুমার। আর তাদের টুইট নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় একই সময়ে একই ধরনের টুইট। অনেকের টুইটের ভাষা একই। কৃষি আইনের সমর্থনে এবং কৃষক আন্দোলনের বিপক্ষে তারকাদের এসব টুইটের পেছনে কোনো চাপ ছিল কি না, মূলত সে বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেন, ‘এই টুইটগুলো সংঘবদ্ধভাবে করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে রাজ্য গোয়েন্দা বিভাগ। সব টুইট প্রকাশিত হওয়ার সময় প্রায় এক। পাশাপাশি যেভাবে ঐক্যবদ্ধ আকারে টুইট করা হয়েছে, তার পেছনে কোনো পরিকল্পনা রয়েছে।’
বঙ্গবন্ধুর খুনিকে ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন সেনাপ্রধান
পানির নীচে পৃথিবীর অষ্টম মহাদেশের খোঁজে
ডিজে নেহার খদ্দেরের তালিকায় ধনাঢ্য ব্যবসায়ীরা!
এদিকে কৃষক আন্দোলন নিয়ে টুইট করে সমালোচনার মুখে পড়েছেন লতা মঙ্গেশকর। তার পোস্টটিকে কৃষক বিদ্রোহের ‘বিপক্ষে’ বলে ধরে নিয়েছেন অনেকেই। গত ৩ ফেব্রুয়ারি ভারতের একতার কথা সামনে এনে লতা লিখেছিলেন, ‘ভারত এক অপূর্ব দেশ। আমরা ভারতীয়রা মাথা উঁচু করে চলি। একজন গর্বিত ভারতবাসী হিসেবে আমার পূর্ণ বিশ্বাস, দেশের মানুষের স্বার্থ মাথায় রেখে যেকোনো সমস্যা ও ইস্যুর সমাধান আমরা নিজেরাই করতে পারব।’
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য