টুইটটির জন্য ১০০ কোটি টাকা নিয়েছেন রিয়ানা, অভিযোগ কঙ্গনার

(বাঁ-দিক থেকে) কঙ্গনা-রিয়ানা

টুইটটির জন্য ১০০ কোটি টাকা নিয়েছেন রিয়ানা, অভিযোগ কঙ্গনার

অনলাইন ডেস্ক

বেশ কয়েক দিন ধরেই কৃষক আন্দোলনে ফুঁসছে দিল্লি। আর এ আন্দোলনের এ নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদন শেয়ার করে টুইট করেছিলেন ৯টি গ্র্যামিজয়ী সংগীত তারকা রিয়ানা।

সেখানে তিনি লিখেছেন, ‘কেন আমরা এ বিষয়ে কথা বলছি না?’ এই টুইট নজর এড়ায়নি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের।  

সঙ্গে সঙ্গেই টুইটারে পাল্টা জবাব দেন কঙ্গনা।

তিনি টুইটারে লেখেন, ‘বোকা, চুপ করো। আমরা তোমাদের মতো দেশ বিক্রি করছি না! কেউ এসব নিয়ে কথা বলছে না। কারণ, তারা কৃষক নয়, তারা আসলে সন্ত্রাসবাদী। ’

কঙ্গনা মার্কিন এই ‘সেক্স সিম্বল’ পপস্টারকে ‘পর্নো গায়িকা’ বলেন।

শুধু তাই নয় তিনি বলেছেন, ‘রিয়ানা ভারতের সুনিধি চৌহান বা নেহা কক্করদের মতো নিম্নশ্রেণির গায়িকা। ’ 

রিয়ানাকে সেসময় একহাত নিয়েও ক্ষান্ত হননি কঙ্গনা। এবার বললেন, কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করার জন্য কমপক্ষে ১০০ কোটি রুপি নিয়েছেন রিয়ানা।  

কঙ্গনা বলেন, ‘ভারতকে নির্মমভাবে টুকরো করার ষড়যন্ত্র চলছে। মোটা অঙ্কের টাকা নিয়ে এই টুইট করেছে রিয়ানা। অন্তত ১০০ কোটি টাকা তো নিয়েছেই। কারা এই অর্থ ঢালছে? তাদের খুঁজে বের করা হোক। যত্ত সব “বিদেশি ষড়যন্ত্র”!’

কঙ্গনার এমন টুইট নিয়ে কোনো মন্তব্য করেননি রিয়ানা।


টিকা নিলেন ৮৪ বছরের বৃদ্ধা

কুষ্টিয়ার সেই এসপিকে বরিশালে বদলি

আল জাজিরার তথ্যচিত্র তাদের একান্ত নিজস্ব বিষয়: দুদক চেয়ারম্যান

টিকা নিয়ে নিজেকে নিরাপদ মনে করছি: নৌপরিবহন মন্ত্রী


২০১৯ সালের ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুসারে ৩৩ বছর বয়সী রিয়ানার মোট সম্পদের পরিমাণ পাঁচ হাজার কোটি টাকা। আর এই অর্থ নিয়ে তিনি বিশ্বের সবচেয়ে ধনী সংগীত তারকা। ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা আট বছর রিয়ানা বিশ্বের সেরা ১০০ প্রভাবশালীদের তালিকায় জায়গা করে নিয়েছেন।  

একগাদা গ্র্যামির সঙ্গে ১৩টি মিউজিক অ্যাওয়ার্ড, ১২টি বিলবোর্ড অ্যাওয়ার্ড, ৬টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস শোভা পাচ্ছে তার শোকেসে।

news24bd.tv নাজিম