আমরা বাংলাদেশিরা আসলে এমনই

আমরা বাংলাদেশিরা আসলে এমনই

Other

আমরা বাংলাদেশিরা আসলে এমন'ই। ধরুন আপনি কোন কিছুতে ভালো করছেন, যেভাবেই হোক সবাই মিলে আপনাকে টেনে নিচে নামাবে। বিদেশে আমরা বাংলাদেশি যারা থাকি, আমাদের প্রায়  ৯০ ভাগ'ই দিনের সিকি ভাগ সময় কাটায় অন্যদের নিয়ে সমালোচনা করে।  

আমার নিজের অভিজ্ঞতা এমন পর্যায়ে এসে পৌঁছেছে-আমি এখন আর সেই অর্থে কোন বাংলাদেশি'র সাথেই কথা বলি না।

 

ধরুন আপনি অন্যদের চাইতে একটু এগিয়ে আছেন; এখন বাদ বাকীদের কাজ হবে দিনে রাতে আপনাকে নিয়ে গল্প বানানো। তিলকে তাল বানালেও হতো। আমরা তিলকে একবারে তরমুজ বানিয়ে ছাড়ি! 

আপনার নামে এমন কোন কল্পকাহিনী নেই যেটা এরা বানাবে না। এতো কিছু করার পরও যখন দেখা যাবে কিছু হচ্ছে না কিংবা আপনি আসলে এইসব কিছুতে কান দিচ্ছেন না, তখন বলে বসবে- শুধু ভাব দেখাতেই জানে! আর কিছু পারে না! 

আপনি কথা বলতে যাবেন, যদি বেশি কথা বলেন; তাহলে বলবে- ব্যক্তিত্ব নেই! আবার যদি কথা না বলেন, তাহলে বলবে- ভাব দেখায়! 

এরপর নিজেরা মনের আনন্দে গল্প বানিয়ে, সমালোচনা করে এক ধরনের আনন্দ পাই আমরা।

একটা চমৎকার উদাহরণ দেই।

দিন পাঁচেক আগে, চট্টগ্রাম টেস্টে মেহেদী মিরাজ সেঞ্চুরি করার পর, আমি তাকে অভিনন্দন জানিয়ে একটা লেখা লিখেছি, তো সেই লেখায় এক ছেলে এসে লিখেছে 
 -"বর্তমান ওয়েস্টইন্ডিজ দলকে পাড়ার ছেলেরাও হারিয়ে দিতে পারবে। " 

এর মানে হচ্ছে বাংলাদেশ যে ভালো খেলছিল, সেটা তার ভালো লাগেনি। তার মনে হয়েছে- এটা আবার এমন কি। ওয়েস্টইন্ডিজ'ই তো! 


টিকা নিলেন ৮৪ বছরের বৃদ্ধা

কুষ্টিয়ার সেই এসপিকে বরিশালে বদলি

আল জাজিরার তথ্যচিত্র তাদের একান্ত নিজস্ব বিষয়: দুদক চেয়ারম্যান

টিকা নিয়ে নিজেকে নিরাপদ মনে করছি: নৌপরিবহন মন্ত্রী


তো, ওই টেস্টের চতুর্থ দিন পর্যন্ত বাংলাদেশই এগিয়ে ছিল। পঞ্চম দিনে গিয়ে সব কিছু উল্টে যায়! শেষমেশ বাংলাদেশ হেরে গিয়েছে।  

এখন এই ছেলে কি বলছে? 
এখন বলছে- বাংলাদেশিরা খেলতে জানে না।  
এইটাই হচ্ছি আমরা বাংলাদেশিরা।  

যখন ভালো খেলেছে, তখন এসে বলেছে- পাড়ার ছেলেরাও এমন খেলতে পারবে।  
হেরে যাবার পর এখন বলছে- এরা খেলতে পারে না! 
আমরা আসলে এমন'ই!

আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক, অস্ট্রিয়া। (ফেসবুক থেকে)

news24bd.tv নাজিম