ভিন্ন স্বাদের বানটন বার্গার

ভিন্ন স্বাদের বানটন বার্গার

অনলাইন ডেস্ক

আপনি যদি তাদের একজন হয়ে থাকেন যারা সবসময় খাবারে নতুন স্বাদ খুঁজে বেড়ান, আর খুঁজতে যেতে পারেন যেকোন জায়গায়, আর আপনি বার্গার খেতেও পছন্দ করেন, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর।

গোলাপী রঙের এই নতুন বার্গারে রয়েছে সম্পূর্ণ নতুন এক ধরণের স্বাদ, রঙ এবং গন্ধ।

যেখানে প্রায় সব রেস্টুরেন্টে বার্গারের উপরের অংশে ভিন্ন ভিন্ন টপিংস দিয়ে স্বাদে নতুনত্ব আনার চেষ্টা করা হয়, সেখানে বান্টন বার্গার নিয়ে এসেছে আলাদা ৬ ধরণের আলাদা প্রাকৃতিক ফ্লেভারের বান- ব্ল্যাক সীড, ব্ল্যাক পেপার, রেড চিলি, গ্রীন বাসিল, ব্লুবেরি এবং কফি বিন।

তাছাড়া এখানে আপনি নিজের পছন্দমতো মাংসের ফ্লেবারও বেছে নিতে পারবেন।

এমনকি এখানে আপনি উচ্চ শর্করা ও কম ফ্যাটের জন্য পরিচিত অস্ট্রেলীয় হরিণের মাংসও বেছে নিতে পারবেন। তাছাড়া সস, চীজ, টপিংসের মতো বার্গারের অন্যান্য উপাদানও সাজিয়ে নিতে পারবেন আপনার পছন্দমতো।


কঙ্গোয় আবারও প্রাণঘাতী ইবোলা সংক্রমণ

বঙ্গবন্ধুর খুনিকে ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন সেনাপ্রধান

পানির নীচে পৃথিবীর অষ্টম মহাদেশের খোঁজে

আজ ৯২ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া


তবে ভিন্নধর্মী এই বার্গার খেতে আপনাকে যেতে হবে সৌদি আরবের জেদ্দায়। জেদ্দা আল-আন্দালুস শহরে বানটন বার্গার নামক এক রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে ভিন্ন ধরণের এই বার্গার।

news24bd.tv / নকিব