স্বাধীনতা পুরস্কার-২০২১ পেলেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধে একেএম বজলুর রহমান (মরণোত্তর) আখতারুজ্জামান চৌধুরী (মরণোত্তর) শহীদ আহসান উল্লাহ মাস্টার (মরণোত্তর) খুরশিদ উদ্দিন আহমেদ (মরণোত্তর) ড. মৃন্ময় গুহ নিয়োগী (বিজ্ঞান ও প্রযুক্তি) মহাদেব সাহা (সাহিত্য), আতাউর রহমান (সংস্কৃতি) গাজী মাজহারুল আনোয়ার (সংস্কৃতি) অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন (সমাজসেবা) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (গবেষণা ও প্রশিক্ষণ)
ভারতের বাজেট নিয়ে বিধানসভায় মোদির বিরুদ্ধে মমতার অভিযোগ
অনলাইন ডেস্ক
সোমবার ভারতের বাজেট নিয়ে বিধানসভায় কথা বলার সময় কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিষ্ঠুর-নির্দয় অভিযোগ তুলে মোদি সরকারকে তোপ দাগেন। বক্তৃতার সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন মমতা।
এদিকে, কেন্দ্রের কিষাণ নিধি যোজনা প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত না হওয়ার জন্য মমতা সরকারকে দায়ী করেছেন নরেন্দ্র মোদি। ২৪ ঘন্টার মধ্যে কিষাণ নিধি নিয়ে বিধানসভায় কেন্দ্র ও প্রধানমন্ত্রীকে তুলোধূলা করলেন মুখ্যমন্ত্রী মমতা।
কুষ্টিয়ার সেই এসপিকে বরিশালে বদলি
আল জাজিরার তথ্যচিত্র তাদের একান্ত নিজস্ব বিষয়: দুদক চেয়ারম্যান
টিকা নিয়ে নিজেকে নিরাপদ মনে করছি: নৌপরিবহন মন্ত্রী
ভারতের কৃষকরা পিএম কিষাণ নিধি যোজনার সুবিধা পেলেও একমাত্র পশ্চিমবঙ্গের চাষীরা তা পায়নি। মমতা সরকারের বাধা দানের জন্যই এই পরিণতি বলে অভিযোগ করেন মোদি। জানান, অনলাইনে বাংলায় ২৫ লাখ কৃষক কিষাণ নিধির জন্য আবেদন করেছিলেন। কিন্তু মাত্র ৬ হাজার কৃষকের তথ্য দিয়েছে রাজ্য। ব্যাঙ্ক ডিটেলস না থাকায় সবার অ্যাকাউন্টে টাকা দেওয়া যাচ্ছে না।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য