ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীতে যুক্ত হল ৩৪০টি যুদ্ধযান

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীতে যুক্ত হল ৩৪০টি যুদ্ধযান

অনলাইন ডেস্ক

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র নৌ ইউনিটে যুক্ত হয়েছে ৩৪০টি যুদ্ধযান। সোমবার বন্দর আব্বাস শহরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংযুক্তির ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি, আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ও আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার আলী রেজা তাংসিরিসহ আরও কয়েক জন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা।

আইআরজিসি ও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথভাবে তৈরি এই নৌযান গুলো যুদ্ধকালীন অবস্থায় সাগরে যেকোন ধরণের সাপোর্ট দিতে সক্ষম।


কঙ্গোয় আবারও প্রাণঘাতী ইবোলা সংক্রমণ

আমরা বাংলাদেশিরা আসলে এমনই

পানির নীচে পৃথিবীর অষ্টম মহাদেশের খোঁজে

ডিজে নেহার খদ্দেরের তালিকায় ধনাঢ্য ব্যবসায়ীরা!


ইরানে ইসলামী বিপ্লব দিবসকে সামনে রেখে নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। যার মধ্যে এই যুদ্ধযানের সংযুক্তি অন্যতম।

news24bd.tv / নকিব