স্পেনের টেনেরিফে দূতাবাস সেবা প্রদান

স্পেনের টেনেরিফে দূতাবাস সেবা প্রদান

Other

করোনা পরিস্থিতির মধ্যেও দূতাবাস সেবার মান ধরে রাখতে টেনেরিফ শহরে চলতি মাসের ৬ ও ৭ তারিখে কনস্যুলার সেবা দেওয়া হয়েছে।

শনিবার ও রোববার সকাল ১০ থেকে ২টা এবং বিকেল ৪টা থেকে ৬টা পযর্ন্ত আস সুন্নাহ মসজিদের হল রুমে কনস্যুলেট সেবা প্রধান করা হয়।


মোশাররফ করিম ‘বাংলাদেশের শাহরুখ খান’: আনন্দবাজার

গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ

এফ-৩৫ ও এস-৪০০ একসঙ্গে রাখা যাবে না, তুরস্ককে যুক্তরাষ্ট্র

পুলিশ সুপারের গাড়িতে সেতুমন্ত্রীর কাছে নিয়ে গেল পুলিশ

‌‘দূর সম্পর্কের বোনের’ সম্মতিতে শারীরিক সম্পর্ক, সাজা বাতিল হলো কিশোরের

তুরস্ককে বাইডেন প্রশাসনের হুমকি


ওই সময় করোনা বিধিবিধান মেনে টেনেরিফসহ আশপাশের আরও কয়েকটি এলাকার প্রবাসীরা সেবা নিতে আসেন।

এর মধ্যে স্পেনে সদ্য ভূমিষ্ঠ শিশুদের পাসপোর্টের আবেদন, পাসপোর্ট নবায়ন, বাংলাদেশি বংশদ্ভূত স্পানিস নাগরিকদের ভিসার আবেদন গ্রহণসহ অন্যান্য সেবা প্রদান করা হয়।

সেবা প্রদান করেন মাদ্রিদ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মোতাসিমুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম,রেজা শাহ পাহলভি। সেবা প্রদানে স্থানীয়ভাবে সহযোগিতা করেন টেনেরিফ কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন, সাইদ আহমেদ, শাহজাহান রিংকু,সাগর আহমেদ,মঈন আহমেদ,জুয়েল টিপু, প্রমুখ উপস্থিতি ছিলেন।

করোনার মধ্যে টেনেরিফে বাংলাদেশ দুতাবাসের সেবা পেয়ে উচ্চসিত স্থানীয় বাংলাদেশিরা,বছরে দুইবার এই ধরনের সেবা প্রধানে আশ্বাস দেন দুতাবাসের মিশন উপপ্রধান জনাব এম হারুন আল রশিদ ।

স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে আমরা সর্বোচ্চ আন্তরিক।

স্বাস্থ্য বিধি মেনে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দূতাবাস সেবা চালু রয়েছে এবং আগামীতেও চলবে। সকল প্রবাসীকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন।

news24bd.tv তৌহিদ