টাঙ্গাইলে নির্বাচন নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

টাঙ্গাইলে নির্বাচন নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মো. খলিল (৩৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মো. খলিল উপজেলার ডুবাইল আটাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে এবং বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনের সমর্থক ছিলেন।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানার নির্বাচনী প্রচারণায় জেলা আওয়ামী লীগের একটি দল সন্ধ্যার দিকে গোপালপুর পৌঁছান।

তারা থানার মোড়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করছিলেন। এসময় বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন ও তার সমর্থকরা ওই এলাকায় আসেন। একপর্যায়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।

আরও পড়ুন:


‘করোনায় আক্রান্ত’ বলে ধর্ষণ থেকে বাঁচলেন তরুণী

‌‘বাড়ি চলে যান, নইলে অ্যাকশন’, বিক্ষোভকারীদের মিয়ানমারের সেনাবাহিনী

মোশাররফ করিম ‘বাংলাদেশের শাহরুখ খান’: আনন্দবাজার

গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ


এ ঘটনার প্রতিক্রিয়ায় বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকরা ওই এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করেন।

পরে নৌকা প্রতীকের সমর্থকরা গিয়াস উদ্দিনের বাসায় হামলা করে। তারা গিয়াস উদ্দিনের ভাইয়ের দোকানও ভাঙচুর করে। পরে গিয়াস উদ্দিনের গ্রাম ডুবাইল এলাকায় হামলার খবর পৌঁছালে সেখানে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে তার সমর্থকরা মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে রওনা দিলে সোমেশপুর এলাকায় তাদের সাথে নৌকা প্রতীকের সমর্থকদের সংঘর্ষ বাধে। এসময় খলিল নামে এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যৃ হয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় রাত সোয়া ৯টা পর্যন্ত মামলা হয়নি।

গোপালপুর পৌর এলাকায় টহল জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

news24bd.tv তৌহিদ