শুধু গলাবাজি করে এই বিশাল ধাক্কা সামলানো যাবে না

শুধু গলাবাজি করে এই বিশাল ধাক্কা সামলানো যাবে না

Other

ভারতে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি গ্লেসিয়ার বা হিমবাহ ধ্বসে গিয়ে বিদ্যুৎকেন্দ্রসহ বিশাল ভাটির এলাকাকে ভাসিয়ে নিয়ে গেছে - বেশ বড় রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ২০১৩ সালেও উত্তরাখণ্ডেই একই রকমের ঘটনা ঘটেছিল। জলবায়ু পরিবর্তনের ফলে, আগামীতে, সারা পৃথিবী জুড়ে এরকম পাহাড়ের হিমবাহ এবং মেরুর বরফের ধ্বস বাড়বে বই কমবে নয়। উপকূলবর্তী এলাকার মানুষের জীবনে ক্লাইমেট চেঞ্জের প্রভাব বাস্তবতা হয়ে দেখা দিয়েছে অনেকদিন ধরেই।

আজকে লাখ লাখ ভারতীয় কৃষক যে কয়েক মাস ধরে আন্দোলন করে যাচ্ছেন সেটার সাথেও জলবায়ু পরিবর্তনের সম্পর্ক রয়েছে (এ নিয়ে পত্রপত্রিকাগুলোর নীরবতা চোখে পড়ার মত)। পাকিস্তানেও শুনেছি কৃষকদের বেশ বড় বড় বিক্ষোভ হচ্ছে কয়েক বছর ধরেই।

আরও পড়ুন:


মোশাররফ করিম ‘বাংলাদেশের শাহরুখ খান’: আনন্দবাজার

গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ

এফ-৩৫ ও এস-৪০০ একসঙ্গে রাখা যাবে না, তুরস্ককে যুক্তরাষ্ট্র

পুলিশ সুপারের গাড়িতে সেতুমন্ত্রীর কাছে নিয়ে গেল পুলিশ

‌‘দূর সম্পর্কের বোনের’ সম্মতিতে শারীরিক সম্পর্ক, সাজা বাতিল হলো কিশোরের

তুরস্ককে বাইডেন প্রশাসনের হুমকি


শুধু 'উন্নয়নের' গলাবাজি করে এই জলবায়ু পরিবর্তনের এই বিশাল ধাক্কা তো সামলানো যাবে না। হয়তো জলবায়ু পরিবর্তনকে একটা বিশাল কোনো ব্যবসায় পরিণত করতে না পারলে উন্নতই বলুন আর উন্নয়নশীলই বলুন কোনো রাষ্ট্র এবং রাষ্ট্রের কর্ণধারেরাই এ নিয়ে কিছু করতে আগ্রহী হবে না! আমরা মনে হয় এখনো বুঝতে পারছি না কী ধরনের বিপর্যয় এগিয়ে আসছে সামনে।

(ফেসবুক থেকে)

news24bd.tv তৌহিদ