চার দিনের সফরে ঢাকায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

চার দিনের সফরে ঢাকায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

চার দিনের সফরে ঢাকায় এসেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহীদ। সোমবার রাত ১১টায় তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে ৮-১১ ফেব্রুয়ারি বাংলাদেশের একটি সরকারি সফরে তিনি এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ সফরে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কের সব পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করতে সালের ৯ ফেব্রুয়ারি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

আরও পড়ুন:


‘যুক্তরাষ্ট্রের ৪২ বছরের ব্যর্থ নীতি পরিহারের সময় এসেছে’

কক্সবাজারে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

এখনই বাড়ছে না স্বর্ণের দাম

মেস থেকে শাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার


মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি এবং মালদ্বীপের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন।

বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে যা বছরের পর বছর ধরে আরও জোরদার হয়েছে। প্রায় ৮০ হাজার বাংলাদেশি প্রবাসী শ্রমিক বর্তমানে সে দেশে কাজ করছেন।

news24bd.tv আহমেদ