জার্মানিতে টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত

জার্মানিতে টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক

জার্মানিতে করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার পরও ১৪ জন করোনা আক্রান্ত। এমন পরিস্থিতিতে দেশটিতে লকডাউন তুলে না নেওয়ার পরামর্শ দিয়েছেন বাভারিয়া অঙ্গরাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা। একটি নার্সিং হোমে এই ঘটান ঘটেছে বলে জানায় ডয়েচে ভেলে।

জার্মানির ওসনাব্রুক শহরের বেল্ম এলাকার একটি নার্সিংহোমের সব বাসিন্দাকে বায়োএনটেক-ফাইজারের টিকা দেওয়া হয়েছিল।

দুই ডোজের টিকার দ্বিতীয় ডোজ তাদের দেওয়া হয় গত ২৫ জানুয়ারি। কিন্তু, তারপরও ওই নার্সিংহোমে গত সপ্তাহের শেষদিকে করোনা পরীক্ষায় ১৪ জনের শরীরে যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।  


‘যুক্তরাষ্ট্রের ৪২ বছরের ব্যর্থ নীতি পরিহারের সময় এসেছে’

কক্সবাজারে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

এখনই বাড়ছে না স্বর্ণের দাম

মেস থেকে শাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার


অথচ পরীক্ষার আগে তাদের কারো মধ্যে করোনার কোনও লক্ষণ দেখা যায়নি। তাদের সংক্রমিত হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সরকারের এক মুখপাত্র এসব তথ্য জানান।

এদিকে জার্মানিতে করোনার তৃতীয় ঢেউয়ের ঝুঁকি এড়াতে লকডাউন শিগগিরই তুলে না দিতে সরকারকে সতর্ক করেছেন বাভারিয়া অঙ্গরাজ্যের প্রধান প্রশাসনিক কর্মকতা মার্কাস স্যোয়ডার। মহামারী নিয়ন্ত্রণে করোনা বিধিনিষেধ নিয়ে আলাপকালে জার্মান সংবাদমাধ্যম এআরডিকে এই কথা জানান তিনি।

news24bd.tv আয়শা