'আমার প্রাক্তনের চেয়েও সেনাশাসন খারাপ': মিয়ানমারে গণবিক্ষোভ

'আমার প্রাক্তনের চেয়েও সেনাশাসন খারাপ': মিয়ানমারে গণবিক্ষোভ

অনলাইন ডেস্ক

সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সামরিক বাহিনীর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে মিয়ানমারে। এই বিক্ষোভের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো নানা অভিনব শ্লোগান-প্ল্যাকার্ডসহ তরুণ প্রজন্মের অভূতপূর্ব অংশগ্রহণ। নতুন প্রজন্মের দেওয়া এসব বার্তা আগে কখনো দেখেনি মিয়ানমার।

শাসকবিরোধী বিক্ষোভ-আন্দোলন মিয়ানমারে আগেও হয়েছে।

তবে সেসবের সাথে এবারের আন্দোলনের উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ইন্টারনেটের সুবিধা এবং পশ্চিমা সংস্কৃতির সংস্পর্শে আসা এই প্রজন্মের প্রতিবাদের ভাষাও তাই আগের চেয়ে ভিন্ন। সাধারণত ২৪ বছরের কম বয়সীদের এই প্রজন্মকে জেনারেশন জেড বা জেন জেড বলা হয়।

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া জেনারেশন জেডের হাতে দেখা গেছে নানা ধরনের চমকপ্রদ, সুক্ষ কিন্তু তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক কিংবা দুষ্টু বার্তা লেখা নানা প্ল্যাকার্ড।

বিক্ষোভে অংশ নেওয়া এক তরুণীর হাতে থাকা কাগজে লেখা ছিল, আমার প্রাক্তন (প্রেমিক) খারাপ, কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী আরো খারাপ। আবার, আরেকজনের প্ল্যাকার্ডের ভাষা একটু নরম। তাতে লেখা, স্বৈরশাসন চাই না, বয়ফ্রেন্ড চাই।


আওয়ামী লীগ নেতার মাদক সেবনের ছবি ভাইরাল

সালমানের টানে মায়ামি থেকে মুম্বাই, বিচ্ছেদের কারণ ঐশ্বরিয়া

পানির নীচে পৃথিবীর অষ্টম মহাদেশের খোঁজে

দেহের গঠন ঠিক করতেই প্লাস্টিক সার্জারি করেছিলেন প্রিয়াঙ্কা


আরেকটি প্ল্যাকার্ডে লেখা, প্রেম চাই, স্বৈরশাসন নয়।

news24bd.tv / নকিব