চ্যাম্পিয়ন্স লিগ: বুরুশিয়া ডর্টমুন্ড ১-২ ম্যানসিটি, গোল শূন্য ড্র করেছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ
বাণিজ্যিক জাহাজের সাথে জাপানি সাবমেরিনের সংঘর্ষ
অনলাইন ডেস্ক
সোমবার প্যাসিফিক উপকূলে এক বাণিজ্যিক জাহাজের সাথে জাপানি একটি সাবমেরিনের সংঘর্ষ হয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে জানায় সিএনএন।
এ সংঘর্ষে মেরিটাইম আত্মরক্ষা বাহিনীর 'সোরিয়ু' নামে সাবমেরিনটির তিন সদস্য আহত হয়েছেন। তাছাড়া জাপান কোস্টগার্ডের ছবিতে দেখা যায়, সংঘর্ষে সাবমেরিনটির কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।
জাপানের দক্ষিণের শিকোকু দ্বীপের নিকটবর্তী অঞ্চলে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।
সালমানের টানে মায়ামি থেকে মুম্বাই, বিচ্ছেদের কারণ ঐশ্বরিয়া
পানির নীচে পৃথিবীর অষ্টম মহাদেশের খোঁজে
দেহের গঠন ঠিক করতেই প্লাস্টিক সার্জারি করেছিলেন প্রিয়াঙ্কা
২০০৯ সালে 'সোরিয়ু' নামের এই সাবমেরিনটি অন্তর্ভুক্ত হয়। ৩ হাজার টন ওজনের ডিজেল ও বিদ্যুৎ চালিত এই সাবমেরিনে ৬৫ জন ক্রু একসাথে থাকতে পারে।
জাপান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাবমেরিনটির যোগাযোগের জন্য ব্যবহৃত যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য