বৈধ পথে বাংলাদেশি শ্রমিকরা যেতে পারবে: মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

বৈধ পথে বাংলাদেশি শ্রমিকরা যেতে পারবে: মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে মালদ্বীপ। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

বৈঠকে দুটি পৃথক সমঝোতা চুক্তি সই হয়। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী মার্চে মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

যৌথ ব্রিফিংয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীই জানান, আন্তর্জাতিক ফোরামে উভয় দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে। বৈধ পথে বাংলাদেশি শ্রমিকরা মালদ্বীপ যেতে পারবে।

চার দিনের সফরে সোমবার ঢাকা আসেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। এ সফরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

news24bd.tv নাজিম