ক্লাবহাউজ অ্যাপ নিয়ে উন্মাদনা

ক্লাবহাউজ অ্যাপ নিয়ে উন্মাদনা

অনলাইন ডেস্ক

রাতারাতি বেড়ে গেছে অডিওভিত্তিক চ্যাটরুম অ্যাপ ক্লাবহাউজের জনপ্রিয়তা। মোবাইল বিশ্লেষক ফার্ম সেন্সর ডেটা জানিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত অ্যাপটি ডাউনলোড হয়েছে ২৩ লক্ষ বার।

শুধু ইনভাইটেশনের ভিত্তিতে আইফোন ব্যবহারকারীরা ফ্রি অ্যাপটি চালাতে পারছেন। এতে পাবলিক ও প্রাইভেট অডিও চ্যাট রুম আছে।

এতে কথপোকথন রেকর্ড করা যায় না।

ক্লাবহাউজে প্রথমে সিলিকন ভ্যালির প্রযুক্তিবিদদের আনাগোনাই বেশি ছিলো। ধীরে ধীরে মার্কিন তারকা অপরাহ উইনফ্রে, অ্যাশটন কুচার, ড্রেক, জেরাড লিও এতে যুক্ত হন। তবে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ ও টেসলা প্রধান ইলন মাস্ক এতে সাক্ষাৎকার দিলে ও টক শোতে অংশ নিলে দুই সপ্তাহে অ্যাপটির জনপ্রিয়তা অনেক বেড়ে যায়।


আওয়ামী লীগ নেতার মাদক সেবনের ছবি ভাইরাল

সালমানের টানে মায়ামি থেকে মুম্বাই, বিচ্ছেদের কারণ ঐশ্বরিয়া

পানির নীচে পৃথিবীর অষ্টম মহাদেশের খোঁজে

দেহের গঠন ঠিক করতেই প্লাস্টিক সার্জারি করেছিলেন প্রিয়াঙ্কা


টুইটে ইলন মাস্ক জানান, তিনি অ্যাপটিতে লাইভে কথা বলবেন। এ ঘোষণার পরই গত ১ ফেব্রুয়ারি অ্যাপটির শেয়ার মূল্য ১১৭ শতাংশ বেড়ে যায়। মে মাসে চালু হওয়া অ্যাপটির মার্কেট ভ্যালু এখন ১০ কোটি ডলার।

এখন পর্যন্ত চীন সরকার অ্যাপটি বন্ধ করেনি। তাই ভিপিএন ছাড়াই চীনের মূল ভূ-খণ্ডে অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে। চীনের গ্রেট ফায়ারওয়াল এখনও বাধা সৃষ্টি না করায় হংকং, উইঘুর ও চীন-তাইওয়ান ইস্যুগুলো নিয়ে খোলাখোলি কথা বলতে পারছেন চীনা ব্যবহারকারীরা।

news24bd.tv / নকিব