ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ অফিসে ককটেল হামলা

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ অফিসে ককটেল হামলা

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ে পৌর নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ অফিসে ককটেল হামলার ঘটনা ঘটেছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে। তবে এর সঙ্গে কে, কারা জড়িত তা জানা যায়নি।

জানা গেছে,  দুপুরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নিচতলায় ১টি ককটেল ও পরে দ্বিতীয় তলায় আরেকটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরিত করে দুর্বৃত্তরা।

ককটেলটি বিস্ফোরিত হলে আওয়ামী লীগ কার্যালয় ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা অভিযোগ করেন, ককটেল বিস্ফোরণের সঙ্গে বিএনপির মেয়র প্রার্থী শরিফুল ইসলাম শরিফ ও তার সমর্থকরা জড়িত থাকতে পারে।  

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির মেয়র প্রার্থী।


রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার বিকল্প নেই: বিশ্লেষক

করোনার টীকা কেন নিবেন?

মোটরসাইকেল কেড়ে নিচ্ছে স্বপ্ন


ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, খবর পেয়ে জেলা আওয়ামী লীগ অফিস ও আর্ট গ্যালারি এলাকায় পুড়ে যাওয়া নৌকা প্রতীকের অফিস পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

news24bd.tv নাজিম