পণ্যবাহী ট্রাকে কোনোভাবেই যাত্রী বহন করা যাবে না: ওবায়দুল কাদের
চলে গেলেন রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর
অনলাইন ডেস্ক
কাপুর পরিবারে ফের শোকের ছায়া। ২০২০-তে লকডাউনের মধ্যেই মৃত্যু হয় ঋষি কাপুরের। আর এবার চলে গেলেন তার ছোট ভাই রাজীব।
মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৮ বছর বয়সে চলে গেলেন বলিউডের একসময়ের অভিনেতা, পরিচালক, প্রযোজক, এবং সম্পাদক। রাজীব কাপুর রাজ কাপুরের ছোট ছেলে।
রাজীব কাপুরের ভাই রণধীর কাপুরের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, হৃদরোগে আক্রান্ত হলে সকালেই রাজীবকে দ্রুত মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা রাজীবকে বাঁচানো সম্ভব হয়নি। এক বছরের মাথায় আমি দুই ভাইকে হারালাম।
রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার বিকল্প নেই: বিশ্লেষক
১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় রাজ কাপুরের ছেলে রাজীব কাপুরের। ‘লাভার বয়’, ‘রাম তেরি গঙ্গা মৈলি’ ছাড়াও ‘আসমান’, ‘জবরদস্ত’, ‘হাম তো চলে পরদেশ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন রাজীব কাপুর। সর্বশেষ ১৯৯০ সালে তিনি ‘জমিনদার’ ছবিতে অভিনয় করেছেন।
গত তিন দশক বলিউডে অভিনয় না করলেও ‘প্রেমগ্রন্থ’ নামের একটি ছবি পরিচালনা করেছিলেন তিনি। এ ছাড়া ঋষি কাপুর পরিচালিত ‘আ আব লট চলে’ ছবির প্রযোজক ও সম্পাদকের ভূমিকাতেও ছিলেন এ অভিনেতা।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য