আওয়ামী লীগ-বিএনপির ওপর মানুষ বিরক্ত: জিএম কাদের

আওয়ামী লীগ-বিএনপির ওপর মানুষ বিরক্ত: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দুর্নীতি, দুঃশাসন ও দলীয়করণের কারণে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপরে আস্থা হারিয়ে ফেলেছে। দল দুটির ওপর দেশের মানুষ বিরক্ত।

আজ বনানী কার্যালয়ে দলের কো-চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ বা বিএনপি নয়, আগামীদিনে দেশের মানুষ জাপাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।

কারণ জাতীয় পার্টির শাসনকালে দেশে দুর্নীতি, টেন্ডারবাজী ও দলীয়করণ ছিল না। জাতীয় পার্টির শাসনামল মানেই উন্নয়ন ও সুশাসন।


রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার বিকল্প নেই: বিশ্লেষক

করোনার টীকা কেন নিবেন?

মোটরসাইকেল কেড়ে নিচ্ছে স্বপ্ন


সভায় বক্তব্য দেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান ও পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এবং মুজিবুল হক চুন্নু।

news24bd.tv নাজিম