ইস্যুভিত্তিক আন্দোলন গড়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি

ইস্যুভিত্তিক আন্দোলন গড়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি

Other

দেশের ছয় মহানগরে সমাবেশ কর্মসূচির মাধ্যমে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করার আন্দোলন চাঙ্গা করতে চায় বিএনপি।  

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার দাবির সঙ্গে এবার ইস্যুভিত্তিক আন্দোলন গড়ে তোলার জোড় প্রস্তুতি নিচ্ছে দলটি।  

সারাদেশের মহানগর নেতারা বলছেন, এই সমাবেশগুলোর উদ্দেশ্য হবে আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা এবং তাদের কথাগুলো একসাথে রাজপথে বলা।   

সম্প্রতি ভোট কারচুপি’র প্রতিবাদ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে ছয় বিভাগীয় শহরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

দল সমর্থিত পরাজিত সিটি মেয়র প্রার্থীরা জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন।

সেই সমাবেশ কর্মসূচিগুলোতে ব্যাপক লোক সমাগমের মাধ্যমে সফল করতে জোর প্রস্তুতি শুরু করেছে বিএনপি। নেয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা।  

এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটির বিএনপি নেতা ড. শাহাদাৎ নিউজ ২৪কে বলেন, তৃণমূল নেতাকর্মীদের চাঙা করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

তবে নির্বাচন ব্যবস্থার পরিবর্তনের আন্দোলন গড়ে তুলতে এই সমাবেশে জনগণকে ডাক দেবেন তারা।

রাজশাহী সিটির বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল জানান, সাধারণ মানুষের সামনে ভোট কারচুপির বিষয়গুলো তুলে ধরতে চান তারা।


বাবা হারালেন অভিনেত্রী তারিন

রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার বিকল্প নেই: বিশ্লেষক

করোনার টীকা কেন নিবেন?

মোটরসাইকেল কেড়ে নিচ্ছে স্বপ্ন


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি মনোনীত সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বলেছেন আন্দোলনের পূর্ব প্রস্তুতি হিসেবে,  ঢাকা মহানগরকে চাঙ্গা করতেও চলছে সাংগঠনিক গোছ-গাছের কাজ।

একাদশ জাতীয় নির্বাচনের পর রাজপথে কঠোর কোনো কর্মসূচিতে যায়নি বিএনপি। এমনকি দলের প্রধান বেগম জিয়ার মুক্তি ইস্যুতেও একরকম দায়সারা গোছের কর্মসূচিতেই ব্যস্ত থেকেছে দলটি। তবে সামনে ইস্যুভিত্তিক কর্মসূচি নিয়ে মাঠে নামতে প্রস্তুত বিএনপির, শীর্ষ নেতৃত্ব মনে করে, আন্দোলন কর্মসূচির মাধ্যমেই দলের সর্বস্তরে আসবে গতিশীলতা।

news24bd.tv নাজিম