বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেত্রী কবরী
সিনেটে শুরু হচ্ছে ট্রাম্পের অভিশংসনের বিচার
অনলাইন ডেস্ক
মঙ্গলবার থেকে সিনেটে শুরু হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার। দ্রুত বিচার শেষ করতে কংগ্রেসের উচ্চকক্ষের নেতারা একটি সময়সীমা নিয়ে একমত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এমন তথ্য জানিয়েছে। ৬ জানুয়ারি পার্লামেন্ট ভবনে হামলায় সমর্থকদের উসকানি দেয়ার অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। এর জেরে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন তিনি।
রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার বিকল্প নেই: বিশ্লেষক
এদিকে, জর্জিয়া অঙ্গরাজ্যেও সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত চলছে। এখানে তার বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনের ফল পাল্টে দিতে তিনি সেখানকার কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন।
গত ২ জানুয়ারি জর্জিয়া স্টেটের নির্বাচনে ভোটে জালিয়াতি হয়েছে এমন অজুহাত তুলে, ভোটের ফল পাল্টে দিতে অঙ্গরাজ্যটির সেক্রেটারি অব স্টেট ব্রাডকে চাপ দিয়েছিলেন ট্রাম্প। তাদের সেই ফোনালাপ ফাঁস হয়েছে।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য