ইউএস বাংলার ফ্লাইটে আবারো স্বর্ণের চোরাচালান, আটক ৮

ইউএস বাংলার ফ্লাইটে আবারো স্বর্ণের চোরাচালান, আটক ৮

Other

আবারো ইউএস বাংলা এয়ারলাইন্সের দুবাই ফেরত ফ্লাইটে মিললো সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় স্বর্ণের চোরাচালান। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি স্বর্ণের চোরাচালান উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ইউএস বাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটগুলোয় গেল কয়েক বছরে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানের স্বর্ণ উদ্ধার হওয়ায় উদ্বেগ জানান সংস্থাটির মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ। এসব স্বর্ণ চোরাচালানের আড়ালে অস্ত্র ও মাদক চোরাচালান হয় বলেও জানান তিনি।

 

বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট থেকে স্বর্ণ উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও ২০১৭ সালে দুই দফায় ৮ কেজি, ১৯-এ দুই দফায় প্রায় প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যের এবং ২০২০ সালে কয়েক দফায় জব্দ হয় প্রায় ৯ কেজি স্বর্ণের বার।  


বাবা হারালেন অভিনেত্রী তারিন

রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার বিকল্প নেই: বিশ্লেষক

করোনার টীকা কেন নিবেন?

মোটরসাইকেল কেড়ে নিচ্ছে স্বপ্ন


তবে মঙ্গলবারের উদ্ধার করা চালানটি সাম্প্রতিককালে সবচেয়ে বড়। এই ৬০ পিস স্বর্ণবারের বাজার মূল্য প্রায় পাচঁ কোটি টাকা।

এ ঘটনায় জড়িত অভিযোগে ইউএস বাংলা এয়ারলাইন্সের ৮ জনকে আটক করা হয়েছে। দুপুরে কাকরাইলে সংস্থার প্রধান কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।  

ইউএস বাংলা এয়ার থেকে বার বার চোরাই স্বর্ণ উদ্ধারের ঘটনায় পেছনের কারণ খুঁজতে বিশেষ গুরুত্বও দিচ্ছেন তারা।  

মঙ্গলবার সকাল ৭টার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবরতণের পর অভিযান চালানো হয়।

news24bd.tv নাজিম