‘এভাবেই আগলে রাখিস’, নিষাদের জন্মদিনে শাওন

‘এভাবেই আগলে রাখিস’, নিষাদের জন্মদিনে শাওন

অনলাইন ডেস্ক

সেন্টমার্টিন দ্বীপকে দারুচিনি নাম দিয়েছেন প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। এই দ্বীপকে মাথায় রেখেই হুমায়ূন আহমেদ লিখেছেন ‌‘রূপালি দ্বীপ’ ও ‘দ্বারুচিনি দ্বীপ’ নামে দুটো উপন্যাস।

শাওন নিজের দুই পুত্র নিষাদ ও নিনিতকে নিয়ে সম্প্রতি ঘুরে এলেন সেই দারুচিনি দ্বীপে। বেশকিছু ছবি নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেছেন শাওন।

গত ৭ ফেব্রুয়ারি নিষাদ হুমায়ূনের জন্মদিন ছিল। ফেসবুকে মা মেহের আফরোজ শাওন শুভাশীষ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন কয়েকটি। শাওন নিষাদের জন্মদিনে সেই ছবিগুলোর সুন্দর একটা ক্যাপশন দিয়েছেন। যার ভাষা ছিল মনকাড়া।

আরও পড়ুন:


চিকিৎসার নামে ঘর ফাকা করে তরুণীকে ধর্ষণ করল ‌‘কবিরাজ’

কোরআন ছিঁড়ে টুকরো টুকরো করে পোড়ায় এই কবিরাজ

ভূতের ভয় দেখিয়ে ২ শিশুকে ধর্ষণের চেষ্টা করল কবিরাজ

বুকে পবিত্র কোরআন শরীফ চেপে ধরে ধর্ষণ থেকে রক্ষা পান গৃহবধূ


শাওন লিখেছেন, পরম করুনাময় তোর স—ব সৎ ইচ্ছাগুলো পূরণ করুক। যেমন আছিস তেমনই কোমল হৃদয়ের থাকিস বাপ আর এভাবেই আগলে রাখিস আমাকে, আমাদেরকে। শুভ জন্মদিন ট্যানটা বাবাটা আমার...

মেহের আফরোজ শাওন। একাধারে নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা। কিন্তু তাঁকে আমরা অধিকতর চিনি প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী হিসেবে। শাওন ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন।

২০০৪ সালের ১২ ডিসেম্বর হ‌ুমায়ূন আহমেদ ও শাওন বিবাহবন্ধনে আবদ্ধ হন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর