তরুণ পাঠকদের পাঠ তৃষ্ণা মেটাতে পারছেন না লেখকরা

তরুণ পাঠকদের পাঠ তৃষ্ণা মেটাতে পারছেন না লেখকরা

Other

এখনকার লেখকরা তরুণ পাঠকদের পাঠ তৃষ্ণা মেটাতে পারছেন না। তাই অনেক তরুণ বই বিমুখ হয়ে যাচ্ছে বলে মনে করেন কবি ফরিদ কবির। অন্যদিকে অনেক লেখকই জীবন ঘনিষ্ট লেখা না লেখায় পাঠকের হৃদয় ছুঁতে পারছেন না। আর তরুণ লেখক ও পাঠক উভয়েই বই পড়ার পরিবর্তে ইন্টারনেটে সময় কাটাতে বেশি পছন্দ করে বলেও মত তার।

 

ফেইসবুকে হয়ত পাঁচ হাজার বন্ধু আছে। কিন্তু প্রকৃত বন্ধু কম। ডিজিটাল মাধ্যমের রঙিন জগতের কাছে বাস্তব জীবনকে অনেকের কাছেই সাদা কালো আর একঘেঁয়ে বলে মনে হয়।

তাই অনেক তরুণ ডুব মারে ইন্টারনেট জগতের ভিডিও গেইম, ইউটিউবের বিনোদনের মধ্যে।

ফলে অনেক তরুণ লেখকের লেখায় থাকে না জীবন ঘনিষ্টতা। এমনই মত কবি ফরিদ কবিরের।


যে তাসবিহ পাঠ করলে অধিক নেকি লাভ ও গোনাহ মাফ হয়

কাজী হায়াতের ছবির সেই পাগলী এখন কোথায়?

‘আমেরিকা-ইসরাইল কৌশলগত অচলাবস্থার সম্মুখীন হয়েছে’

ট্রাম্পের শয্যাসঙ্গী হওয়া ছিল সবচেয়ে বিরক্তিকর, দাবি পর্নতারকার


এই কবির মতে, ভালো লেখক হতে হলে অনেক বই পড়তে হয়। কিন্তু অনেক তরুণ লেখকের বই পড়ার অভ্যাস কম। যা তাদের লেখায় ফুটে ওঠে।

এছাড়াও গণমাধ্যমগুলোতে অনেক ভুল বানান ও উচ্চারণ প্রচার ও প্রকাশিত হচ্ছে বলে মন্তব্য করেন কবি ফরিদ কবির। এ সমস্যা সমাধানে স্কুলগুলোকে দায়িত্ব নেয়ার আহবান জানান তিনি। যেখান থেকে গড়ে উঠবে দেশের নতুন কবি, লেখক আর সাহিত্যিকরা।
news24bd.tv আয়শা